তৃতীয় ব্যক্তির আগমন নাকি অন্য কিছু? কেন ভেঙেছিল দেব-শুভশ্রীর প্রেম? ফাঁস ‘আসল কারণ’!

বাংলা হান্ট ডেস্কঃ বিনোদন ইন্ডাস্ট্রিতে সম্পর্কের ভাঙাগড়া লেগেই থাকে। পর্দার প্রেম যেমন বাস্তবে গড়াতে বেশি সময় নেয় না, তেমনই অনেক সময় তা আচমকা ভেঙেও যায়। টলিপাড়ার জনপ্রিয় জুটি দেব-শুভশ্রীর (Dev-Subhashree Ganguly) ক্ষেত্রেও অনেকটা এমনই হয়েছিল। একসময় তাঁদের মাখোমাখো প্রেম নিয়ে বিস্তর চর্চা হতো। তবে একদিন জানা যায়, বিচ্ছেদের পথে হেঁটেছেন দু’জনে।

কেন ভেঙেছিল দেব-শুভশ্রীর (Dev-Subhashree Ganguly) সম্পর্ক?

২০০৯ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘চ্যালেঞ্জ’ ছবিতে প্রথমবার জুটি বেঁধেছিলেন দেব-শুভশ্রী (Subhashree Ganguly)। বক্স অফিসে ঝড় তুলেছিল সেই সিনেমা, নজর কেড়েছিল নায়ক-নায়িকার তুখোড় রসায়ন। শোনা যায়, এই সময় থেকেই আস্তে আস্তে গভীর হয় ‘চ্যালেঞ্জ’ জুটির সম্পর্ক। রিলের পর রিয়েল লাইফেও একে অপরকে মন দিয়ে বসেন তাঁরা।

এরপর একের পর এক সিনেমায় জুটি বাঁধেন দেব-শুভশ্রী। ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’ থেকে শুরু করে ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’ সেই তালিকায় নাম রয়েছে একাধিক হিট ছবির। সময়ের সঙ্গে আরও গভীর হতে থাকে তাঁদের সম্পর্ক। দু’জনের প্রেম নিয়ে বিস্তর চর্চা হলেও সম্পর্কে থাকাকালীন একে অপরকে স্রেফ ‘ভালো বন্ধু’ বলেই পরিচয় দিতেন দু’জনে।

আরও পড়ুনঃ স্লট বদলেও শান্তি নেই! TRP-র অভাবে এই মাসেই শেষ হচ্ছে ‘মিঠিঝোরা’? সামনে এল বিরাট আপডেট!

সম্পর্ক ভাঙার পর অবশ্য সবটা পরিষ্কার হয়ে যায়। দেব (Dev) জানান, শুভশ্রী তাঁর খুব কাছের ছিলেন। অন্যদিকে নায়িকাও বহুবার বলেছেন, সম্পর্ক ভাঙার পর কতখানি কষ্ট পেয়েছিলেন তিনি। সরাসরি দেবের নাম না নিলেও তিনি কার কথা বলছেন তা বুঝতে কারোর কোনও অসুবিধা হয়নি।

দেব-শুভশ্রীর (Dev-Subhashree Ganguly) বেক আপের কারণ হিসেবে নানান গুঞ্জন শোনা যায়। কেউ বলেন, তাঁদের সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছিল। কেউ আবার দায়ী করেন নায়কের বিয়ের প্রতি ‘অনীহা’কে! যদিও ঠিক কী কারণ দু’জনের ব্রেক আপ হয়েছিল তা আজও অজানা।

Dev-Subhashree Ganguly

সম্পর্ক ভাঙার পর দেব-শুভশ্রী দু’জনেই নিজ নিজ জীবনে এগিয়ে গিয়েছেন। দেব বর্তমানে অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে সম্পর্কে রয়েছেন। অন্যদিকে শুভশ্রী এখন রাজ চক্রবর্তীর স্ত্রী। ইউভান, ইয়ালিনি এবং রাজকে নিয়ে এখন সুখে সংসার করছেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর