টিকা নিয়েও করোনা আক্রান্ত জিৎ, সাহস বাড়িয়ে পাশে থাকার আশ্বাস দিলেন বন্ধু দেব

বাংলাহান্ট ডেস্ক: ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। টলি ইন্ডাস্ট্রিতেও হানা দিয়েছে এই মারণ ভাইরাস। আজই করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন সুপারস্টার জিৎ (jeet)। নিজেই সোশ‍্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন তিনি। করোনা রিপোর্ট পজিটিভ আসা মাত্র নিজেকে কোয়ারেন্টাইন করে ফেলেছেন তিনি। জিতের আক্রান্ত হওয়ার খবরে কপালে চিন্তার ভাঁজ পড়েছে তাঁর লাখো অনুরাগীর।

নিজের ইনস্টা হ‍্যান্ডেলে অভিনেতা লিখেছেন, ‘সবাইকে জানাতে চাই আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। বাড়িতে নিজেকে আইসোলেট করে রেখেছি আমি ও চিকিৎসকের পরামর্শ মেনে চলছি। যারা বিগত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন তাদের অনুরোধ করছি পরীক্ষা করিয়ে নিতে ও নিজের খেয়াল রাখতে। সবার সঙ্গে শীঘ্রই দেখা হবে।’

Jeet
ইন্ডাস্ট্রির দীর্ঘদিনের সতীর্থর অসুস্থতার খবর শুনেই পালটা টুইট করেছেন দেব। জিতের দ্রুত সুস্থতা কামনা করে তিনি জানিয়েছেন সব সময় তাঁর পাশেই রয়েছেন দেব। অভিনেতা লিখেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো ফাইটার। আমি জানি তোমার সাহায‍্যের কোনো প্রয়োজন নেই তাও যদি কোনো রকম কোনো সাহায‍্য লাগে তাহলে আমাকে শুধু একবার ফোন কোরো।’

মানবিকতার দিক দিয়ে এর আগেও বহু নজির সৃষ্টি করেছেন দেব। আবারো এই টুইটের মাধ‍্যমে তিনি নিজের বড় মনের পরিচয় দিলেন। জিতের সুস্থতা কামনার পাশাপাশি দেবের প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা।

https://www.instagram.com/p/CN4UjYyhfQw/?igshid=9jbjmozp2kwh

উল্লেখ‍্য, ইতিমধ‍্যেই করোনা টিকা নিয়েছেন জিৎ। গত নভেম্বরেই ৪২ এ পা দিয়েছেন অভিনেতা। এক বেসরকারি হাসপাতালে গিয়ে করোনা টিকা নেন জিৎ। সেই ছবি নিজেই সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। তবে তাঁর কোমর্বিডিটি আছে কিনা তা জানা যায়নি। টিকা নেওয়ার পরেও জিৎ করোনা আক্রান্ত হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে অনুরাগীদের কপালে।

Niranjana Nag

সম্পর্কিত খবর