বাংলাহান্ট ডেস্ক: সৌজন্যর রাজনীতিতে (politics) দেব (dev) যে নাম্বার ওয়ান তা স্বীকার করবেন সকলেই। এবার সদ্য বিজেপিতে (bjp) যোগ দেওয়া সতীর্থ যশ দাশগুপ্তকে (yash dasgupta) রাজনীতির আঙিনায় স্বাগত জানালেন তিনি। রাজনীতিতে তিনি যশের থেকে অভিজ্ঞ হলেও রাজনীতিতে স্বাগত জানাতে ভোলেননি যশকে।
টুইট করে দেব লেখেন, ‘ভাই রাজনীতির জগতে স্বাগত। তুমি কোন পার্টির আদর্শে বিশ্বাস করো তাতে কিছু যায় আসে না কিন্তু আমার শুভেচ্ছা সবসময় তোমার সঙ্গে আছে।’ পালটা ধন্যবাদ জানিয়ে যশ লেখেন, ‘অনেক ধন্যবাদ বন্ধু। আমার আদর্শ মেলে না তাতে কি হয়েছে, আমাদের লক্ষ্য একটাই আর তা হল মানুষের জন্য কাজ করা।’
গতকাল বিজেপির সাংবাদিক বৈঠকে গিয়ে গেরুয়া পার্টিতে যোগদান করেছেন যশ। অপরদিকে গত কয়েক মাস ধরেই নুসরতের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জলঘোলা চলছে। এমন অবস্থায় স্বাভাবিক ভাবেই যশের বিজেপিতে যোগ নিয়ে তৃণমূল সাংসদ নুসরত কি বলবেন তার প্রশ্ন ওঠে।
https://twitter.com/Yash_Dasgupta/status/1362320011973382144?s=19
উত্তরে যশ সাফ জানান, নুসরতের সঙ্গে বিজেপিতে যোগদান নিয়ে কোনো কথাই বলেননি তিনি। তবে তাঁদের বন্ধুত্বটা অভিনয় ইন্ডাস্ট্রির সূত্রে। অভিনয় ও রাজনীতি দুটো আলাদা ক্ষেত্র। নুসরতের রাজনৈতিক মত আলাদা ও তাঁর নিজের আলাদা বলে জানান যশ। তার জন্য তাঁদের বন্ধুত্বে কোনো প্রভাব পড়বে না।
এখানেই শেষ নয়। সদ্য বিজেপিতে যোগ দিয়েই যশ জানান, এখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট শ্রদ্ধা করেন তিনি। এখনো নিজেকে তাঁর ‘ভাই’ বলেই মনে করেন। এমনকি বিজেপিতে যোগ দেওয়ার আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আশীর্বাদ চেয়েছেন যশ।
অপরদিকে পরপর দুবার তৃণমূলের হয়ে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। রাজনৈতিক ও অভিনয় কেরিয়ার দুটোই সমান তালে সামলাচ্ছেন তিনি। তবে বরাবরই সৌজন্যের রাজনীতিতে বিশ্বাস করেন তিনি। এর আগেও।বিজেপি বিধায়ক সৌমিত্র খাঁকে সৌজন্য সহকারে উত্তর দিতে দেখা গিয়েছিল দেবকে।