বাংলাহান্ট ডেস্ক: রাতটুকু পোহালেই বাঙালির নতুন বছর (Noboborsho)। নতুন জামার গন্ধ, মিষ্টিমুখ, হালখাতার খাওয়াদাওয়া আর… বর্ষবরণের উৎসব! বিভিন্ন বাংলা চ্যানেলগুলিতে ধুমধাম করে বর্ষবরণের আয়োজন করা হয়। জি বাংলা (Zee Bangla), স্টার জলসা সহ একাধিক চ্যানেলের প্রতি নজর থাকে দর্শকদের। কারণ এদিন নতুন রূপে দেখা মেলে সিরিয়ালের চেনা পরিচিত অভিনেতা অভিনেত্রীদের।
আদ্যোপান্ত বাঙালি সাজে সেজে আসেন বিভিন্ন সিরিয়ালের নায়ক নায়িকারা। চলে দেদার আড্ডা, নাচগান মজার মজার খেলা আর অবশ্যই খাওয়াদাওয়া, যেটা ছাড়া বাংলা নববর্ষ হয়ই না। এবারে জি বাংলার তরফে বর্ষবরণে থাকছে বিশেষ চমক। সেট সাজিয়ে না, এবারে গঙ্গাবক্ষে হবে বর্ষবরণ!
ইতিমধ্যেই প্রোমো প্রকাশ্যে এসে গিয়েছে চ্যানেলের তরফে। সেখানে দেখা গিয়েছে, একটি বড়সড় ক্রুজকে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এই ভাসমান ক্রুজেই হবে বর্ষবরণ উৎসব। তবে চমক একটা নয়, রয়েছে আরো অনেক। সবথেকে বড় চমক, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেব (Dev) স্বয়ং।
লাল সুতোর কাজে পাঞ্জাবি আর ধুতি পরে খাঁটি বাঙালি বাবু সেজে তিনি ঘোষনা সেরে ফেলেছেন গঙ্গাবক্ষে বর্ষবরণ উৎসবের। থাকছে বিভিন্ন সিরিয়ালের নায়ক নায়িকারা। দাদাই সিদ্ধেশ্বর মোদককে নিয়ে ‘জয় গোপাল’ বলে হাজির মিষ্টি বৌমা মিঠাই। লাল পাড় সাদা শাড়ি আর গয়নায় চোখ ফেরানো দায় মিঠাইয়ের দিক থেকে। পাশে ধুতি পাঞ্জাবিতে বাঙালি বাবু দাদাইও।
https://www.instagram.com/tv/CcTA9HZoE4O/?igshid=YmMyMTA2M2Y=
মিঠাই, পিলু, গৌরীদের চারপাশে নিয়ে কলির কেষ্টর মতোই নাচতে দেখা গিয়েছে দেবকে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকছেন অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও থাকছেন জি বাংলার পুরনো সদস্য ‘ত্রিনয়নী’ শ্রুতি দাসও।
https://www.instagram.com/p/CcUg452s6H0/?igshid=YmMyMTA2M2Y=
https://www.instagram.com/p/CcUbzaBh2IL/?igshid=YmMyMTA2M2Y=
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই দেবকে জড়িয়ে ধরে ছবি শেয়ার করেছেন তিনি, জানিয়েছেন, অভিনেতাই তাঁর প্রথম ক্রাশ। জি বাংলার জন্য স্বপ্ন পূরণ হল তাঁর। ‘পিলু’ ওরফে মেঘা দাঁ এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও দেখা গেল একই ছবি। দেবের দিক থেকে চোখই সরাতে পারছেন না তিনি। আগামী ১৭ এপ্রিল দুপুর ঠিক ৩ টের সময়ে দেখা যাবে জি বাংলার বর্ষবরণ অনুষ্ঠান।