বাংলাহান্ট ডেস্ক : রাত পোহালেই মুক্তি পেতে চলেছে চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি ‘দেবরা’ (Devara)। জুনিয়র এনটিআর আর জাহ্নবী কাপুর জুটির তেলুগু অ্যাকশন ছবিটি মুক্তি পেতে চলেছে গোটা দেশে। তেলুগু ছাড়াও তামিল, হিন্দি, মালয়ালম, কন্নড় ভাষাতেও মুক্তি পাবে ছবিটি। দেশ জুড়ে মাল্টিপ্লেক্স এবং সিনেমা হলে মুক্তি পাওয়ার আগেই হাজির প্রথম রিভিউ। কেমন হল দেবরা (Devara)?
মুক্তি পাচ্ছে দেবরা (Devara)
২৭ শে সেপ্টেম্বর দেশ জুড়ে মুক্তি পেতে চলেছে দেবরা (Devara)। ইতিমধ্যেই হায়দ্রাবাদে ভোর ৪ টের শোয়ের বুকিং শুরু হয়ে গিয়েছে। তবে শুক্রবার প্রথম শোয়ের আগেই ছবির বেশ কিছু রিভিউ এসে পৌঁছেছে সোশ্যাল মিডিয়ায়। কী বলছে দর্শকরা? কেমন হল দেবরা (Devara)?
আরো পড়ুন : বলিউডের টপ গায়িকার সঙ্গে পরকীয়ার অভিযোগ, বাঙালি স্ত্রীর সঙ্গে বিয়েটাই ভাঙতে বসেছিল সোনুর
রইল প্রথম রিভিউ
একজন লিখেছেন, দেবরা (Devara) আক্ষরিক অর্থে ‘পয়সা উসুল এন্টারটেনার’। জুনিয়র এনটিআর দুর্দান্ত। ছবির প্রয়োজনীয় শক্তি বাড়িয়েছেন তিনি। দারুণ অভিনয় করেছেন সইফ আলি খানও। তবে জাহ্নবী কাপুর মন জয় করতে ব্যর্থ হয়েছেন। সব মিলিয়ে সিনেমা হলে গিয়ে টিকিট কেটে দেখার মতোই ছবি।
আরো পড়ুন : সোনা-রূপা নয়, পুঁটিও নয়, এই মিষ্টি খুদেই ছিনিয়ে নিল সেরা শিশুশিল্পীর পুরস্কার
কী বলছে দর্শক
আরেকজন লিখেছেন, হাই অ্যাকশন সিকোয়েন্স এবং আবেগের দুর্দান্ত মিশেল রয়েছে দেবরা (Devara) তে। শুরুটা খানিক ধীর গতিতে হলেও জুনিয়র এনটিআর অ্যাকশন, নাচ এবং জমাটি ডায়লগ দিয়ে দ্রুত গতি নিয়ে আসেন ছবিতে। জাহ্নবীর স্ক্রিন টাইম কম হলেও তাঁর উপস্থিতি ছবিতে যথেষ্ট প্রভাব ফেলেছে বলেই দাবি দর্শকদের একাংশের। আবার কিছু জনের মতে, দেবরা (Devara) তেমন আহামরিও কিছু হয়নি।
উল্লেখ্য, দেবরার হাত ধরেই তেলুগু ইন্ডাস্ট্রিতে ডেবিউ করলেন জাহ্নবী। ছবিতে খলনায়কের চরিত্রে রয়েছেন সইফ। বিশেষজ্ঞরা মনে করছেন, তামিল এবং হিন্দিতে যথেষ্ট ভালো ব্যবসা করবে দেবরা। উপরন্তু সামনেই উৎসবের মরশুমেরও ভালো লাভ তুলতে পারে ছবিটি।