কাঁটায় ভরা ব্যক্তিগত জীবন, টিকে থাকার লড়াইয়ে তবু সফল দেবশ্রী, একাই সব সামলাচ্ছেন শুভশ্রীর দিদি

বাংলাহান্ট ডেস্ক : টলিউড জগতের বহু চর্চিত নাম শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। তাঁর আরও একটি পরিচয় আছে। তিনি পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী। তবে এই অভিনেত্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়কে চেনেন ?

দেবশ্রী গঙ্গোপাধ্যায়ও টলিউড জগতের চেনা মুখ। পরিচালক রাজর্ষি দের নতুন ছবি কাঞ্চনজঙ্ঘায় অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর পাশাপাশি এই ছবিতে দেখা গিয়েছে শ্বাশত চট্টোপাধ্যায় , অর্পিতা চট্টোপাধ্যায় সহ একঝাঁক অভিনেতা অভিনেত্রীকে। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।

Deboshree

তবে তাঁর বাস্তব জীবন একেবারেই সুখের নয়। মাত্র  ১৯ বছর বয়সে মা হন দেবশ্রী গঙ্গোপাধ্যায়। কিন্তু স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তাঁর। এরপর ছেলে  অনীশকে একই বড় করছিলেন তিনি। যদিও জীবনের সব মুহুর্তেই বোনকে পাশে পেয়েছেন তিনি।

1609176172 5fea146cb34c8 subhasree ganguly deboshree ganguly

ছেলেকে নিয়েই কাটছিল তাঁর জীবন। হঠাৎ করেই তাঁর জীবনে আগমন হয় অমিত ভাটিয়ার। ২০২১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। কিন্তু খুব বেশিদিন টেকেনি তাঁদের এই সম্পর্ক। বিয়ের কিছুদিন পরেই বিচ্ছেদ হয় তাঁদের। এরপর নিজেকে কাজে ব্যস্ত করে ফেলেন তিনি। পা রাখেন অভিনয় জগতে। বর্তমানে তিনি নিজের কাজ এবং ছেলেকে নিয়ে ভীষণ ব্যস্ত।

additiya

সম্পর্কিত খবর