মহানবমীর দুপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! অন্তত ১২ জনের মৃত্যু! অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা

বাংলা হান্ট ডেস্ক: মহানবমীর (Maha Navami) দিন উৎসবের মধ্যেই বিষাদের সুর! বাংলাদেশে (Bangladesh) ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (Train Accident)। যাত্রীবাহী ট্রেনে মালগাড়ি ধাক্কায় মৃত অন্তত ১২। সোমবার দুপুর সোয়া তিনটে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে, বাংলাদেশের কিশোরগঞ্জের ভৈরব এলাকায়। ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে।

জানা গিয়েছে, মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। সেই সময় যাত্রীবাহী ট্রেনটি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঢাকা থেকে ভৈরবের দিকে যাচ্ছিল। ভৈরবের আউটার পয়েন্টের কাছে প্যাসেঞ্জার ট্রেনের শেষ দুটি কামরায় ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি। সেই সময় সঙ্গে সঙ্গে দুটি বগি উল্টে যায়। তার মধ্যে আটকে পড়ে থাকেন অনেক ট্রেন যাত্রী (Passenger)। স্থানীয়রা প্রথমে এসে উদ্ধারকাজ শুরু করেন।

তড়িঘড়ি রেল পুলিশের (Police) তরফেও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়। ইতিমধ্যেই সেখানে উদ্ধারকাজ চালানো হচ্ছে। ট্রেনের বগি উল্টে যাওয়ায় নীচে চাপা পড়ে থাকতে পারেন অনেকে। সেই জন্য মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, জখম হয়েছেন অন্তত আরও ৫০ জন।

Avatar
Monojit

সম্পর্কিত খবর