বাংলাহান্ট ডেস্ক : বলিউডের দীর্ঘ প্রতীক্ষিত প্রোজেক্ট ‘রামায়ণ’ (Ramayana)। ‘আদিপুরুষ’ এর ব্যর্থতার পর আবারও রামায়ণ মহাকাব্যকে পর্দায় আনতে চলেছেন নীতিশ তিওয়ারি। প্রথমে এই ছবি নিয়ে প্রশ্ন উঠলেও যত দিন গড়াচ্ছে, বিভিন্ন তথ্য সামনে আসার সঙ্গে সঙ্গে আগ্রহ বাড়ছে রামায়ণ (Ramayana) নিয়ে। আর এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশও প্রশংসা করলেন রামায়ণের।
রামায়ণ (Ramayana) নিয়ে উচ্ছ্বসিত দেবেন্দ্র ফড়নবীশ
সম্প্রতি মুম্বইতে আয়োজিত ওয়েভস সোসাইটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, আসন্ন রামায়ণ (Ramayana) এর কিছু ঝলক তিনি দেখেছেন। আর ছবির কোয়ালিটি নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন ফড়নবীশ। উল্লেখ্য, আসন্ন এই ছবিতে যে ভিএফএক্স এর একটা বড় ভূমিকা থাকছে তা বলার অপেক্ষা রাখে না।
কী বললেন ছবির প্রযোজক: ওয়েভস সোসাইটি ২০২৫ এ ছবির প্রযোজক নমিত মালহোত্রা বলেন, পৃথিবীর প্রাচীনতম গল্পের ধারক এবং বাহক ভারত। দেশের প্রাচীনতম শিল্প, সঙ্গীতকে প্রযুক্তির মাধ্যমে ফুটিয়ে তোলা উচিত। আর সেটাই করা হচ্ছে। বিশ্বের মধ্যে এটা সেরা হবে বলেও মন্তব্য করেন তিনি।
আরো পড়ুন : ভারতে নিষিদ্ধ হানিয়া আমির, সরকারের চোখরাঙানি উপেক্ষা করে VPN-এ নজরদারি ‘অত্যুৎসাহী’ নেটিজেনদের
কবে আসবে রামায়ণ: নীতিশ তিওয়ারি পরিচালিত রামায়ণ (Ramayana) নিয়ে অনেক দিন থেকেই আলোচনা অব্যাহত রয়েছে। গত বছর পোস্টার মুক্তি পায় রামায়ণের। জানানো হয়, দু ভাগে মুক্তি পাবে ছবিটি। প্রথম ভাগ আসবে ২০২৬ এ আর দ্বিতীয় ভাগ আসবে ২০২৭ সালে। সেই মতো গত বছর রামনবমীতেই বড় কিছু ঘোষণা করার পরিকল্পনা ছিল নির্মাতাদের। কিন্তু সেটা কার্যকর হয়নি।
আরো পড়ুন : শুধুই সংখ্যা, পহেলগাঁও ঘটনার পরেই কথা হারালেন অমিতাভ? বিগ বির ‘নীরবতা’য় ক্ষোভ নেটপাড়ায়
রামায়ণ (Ramayana) মহাকাব্য নিয়ে বহুবার বহু রকম ভাবে পরীক্ষা নিরীক্ষা হয়েছে। কিছু কিছু প্রোজেক্ট খুবই সফল হয়েছে। আবার কিছু ছবি রীতিমতো ব্যর্থ হয়েছে বক্স অফিসে। এর মধ্যে অন্যতম ‘আদিপুরুষ’। বছর কয়েক আগে মুক্তিপ্রাপ্ত ছবিটি রীতিমতো ট্রোলের খোরাক হয়েছিল নেটপাড়ায়। আসন্ন রামায়ণ (Ramayana) ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রণবীর কাপুর, সাই পল্লবী এবং সানি দেওলকে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর দিওয়ালির সময় মুক্তি পেতে পারে রামায়ণ।