এখন করোনার বিরুদ্ধে লড়াই করছি, আমরা চাই না মহারাষ্ট্রে এখন সরকার ভেঙে যাকঃ দেবেন্দ্র ফড়নবিশ

বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্রে (Maharashtra) করোনার সঙ্কটের মধ্যে সরকার ভেঙে দেওয়ার প্রচেষ্টার অভিযোগ নিয়ে বিজেপি (BJP) নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ (Devendra Fadnavis) সাফাই দেন। উনি বলেন, ‘আমরা চাই না যে মহারাষ্ট্রে সরকার বদলাক এখন। রাজ্যে করোনার পরিস্থিতি এখন খুব উদ্বেগজনক।”

প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, ‘আমরা করোনার বিরুদ্ধে লড়াই করছি আর আমরা চাই যে, এই লড়াইয়ে সরকারের উপর যেন কোন চাপ না সৃষ্টি হয়।”

উনি বলেন, ‘রাজ্য সরকার এখন কেন্দ্র সরকার দ্বারা দেওয়া আর্থিক সাহায্যের ব্যবহার করেনি। আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারিনি সরকারের প্রাথমিকতা কি? বর্তমান সময়ে রাজ্যে কড়া নির্ণয় নেওয়া নেতৃত্ব চাই। আমি উদ্ভব ঠাকরের তরফ থেকে কড়া নির্ণয় নেওয়ার অপেক্ষা করছি।”

আপনাদের জানিয়ে দিই, এনসিপি প্রধান শরদ পাওয়ার এই বিষয়ে দেবেন্দ্র ফড়নবিশের উপর হামলা করেছেন। উনি বলেছেন, রাজ্য এখন সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। যাঁদের কাছে কোন কাজ নেই, তাঁরাই সরকার ভাঙার কথা ভাবতে পারে।

উনি বলেন, এটা রাজ্যের জন্য খুব কঠিন সময় আর এই সঙ্কটের সময়ে আমরা সবাই একসাথে আছি। এটাতে কোন সন্দেহ নেই যে, আমাদের সরকার পুরো পাঁচ বছরই রাজ্যে শাসন করছে। আমরা এই নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছি। আর আমাদের মধ্যে কোন দ্বন্দ্ব নেই।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর