বাংলা হান্ট ডেস্ক : আর কিছু ক্ষণের মধ্যেই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের জেরে সরকার গঠন নিয়ে আস্থা ভোট হতে চলেছে। কিন্তু আস্থা ভোটের আগেই তোলপাড় হল মহারাষ্ট্র বিধানসভা। অধিবেশন শুরুর আগে বন্দে মাতরম গাওয়া হয়নি, কেন প্রোটেম স্পিকার বদল করা হল?
এই দাবিতে ভোটাভুটির আগেই দেবেন্দ্র কারণ বিশ্ব নেত্রী বিজেপি বিধায়করা বিধানসভা ছেড়ে বেরিয়ে গেলেন। তাই এক প্রকার ফাঁকা মাঠেই গোল দিলেও শিবসেনা কংগ্রেস এনসিপি জোট। 169 তাই ভোট পেয়েছে জোট শিবিরে।আসরে আস্থাভোট করার জন্য আগে থেকেই বিজেপির তরফ থেকে কৈলাস কে নির্বাচিত করা হলেও পরে স্পিকারকে বদলে ফেলা হয়।
Total votes in favour of #MahaVikasAghadi Government are 169. https://t.co/4COWoHgoq3
— ANI (@ANI) November 30, 2019
আস্থা ভোটের আগেই ভারতের কোনও বিধানসভাতেই এই ধর্মের ঘটনা ঘটনা বলেই দাবি জানিয়েছেন দেবেন্দ্র । আর এই দাবি নিয়ে বিজেপি বিধায়কদের বিধানসভা ছেড়ে যাওয়ার নির্দেশ দেন। উল্লেখ্য সুপ্রিম কোর্টের তরফে, 3 ডিসেম্বরের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ কে বলা হয়েছিল। কিন্তু শিবসেনা কংগ্রেস ও এনসিপি জোট শনিবার শক্তি প্রদর্শনের কথা বলে।
BJP leader Devendra Fadnavis: We are going to submit a letter to the Governor asking him to suspend the proceedings of the House, and that the House should follow the Constitution. #Maharashtra https://t.co/OJgq74SnVW
— ANI (@ANI) November 30, 2019
জোট সরকারের কথা অনুযায়ী শনিবার বিকেলেই আস্থা ভোট হওয়ার কথা ছিল কিন্তু তার আগেই বিধানসভার অধিবেশন। আর অধিবেশনে প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই দুই দাবিকে ঘিরে কার্যত তুমুল হট্টগোল শুরু হয়। আর এতেই আবারও নতুন করে নাটক শুরু হয়েছে মহারাষ্ট্রে। যদিও আগে থেকেই কিছু একটা হতে চলেছে এমনটা আশা করা হয়েছিল, ঠিক তেমনটাই হল।