বাংলাহান্ট ডেস্ক: মাত্র পাঁচ লক্ষ টাকা ঘুষে কী হয়? এই কটা টাকা নিয়ে ছুঁচো মেরে হাত গন্ধ করবেন কেন হেভিওয়েট নেতামন্ত্রীরা? সোমবার নারদ মামলায় গ্রেফতারির কাণ্ডের পর প্রশ্ন ছুঁড়ে দিলেন অভিনেত্রী দেবলীনা কুমার (devlina kumar)। তাঁর পরিচয় শুধু অভিনেত্রী বা উত্তম কুমারের নাতবৌই নয়। রাসবিহারীর তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের মেয়ে হলেন দেবলীনা।
রাজনীতি নিয়ে যথেষ্ট ধারণা থাকলেও কোনো দিনই সেভাবে সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক আলোচনা করতে দেখা যায়নি দেবলীনাকে। কিন্তু একুশের নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে তোপ দাগতে দেখা গিয়েছিল তাঁকে। এবার ফের নারদ মামলায় গ্রেফতারি নিয়ে মুখ খুলেছেন তিনি। সোমবার পাঁচ বছর পুরনো বিতর্কিত নারদা মামলায় সাতসকালে তৃণমূলের চাল নেতামন্ত্রীর বাড়িতে হানা দেয় সিবিআই।
মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, নব নির্বাচিত বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে। চারজনকে আদালতে তোলা হলে নিম্ন আদালতে জামিন মঞ্জুর হয়ে যায়। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সিবিআই কলকাতা হাইকোর্টে গেলে রাতে খারিজ হয়ে যায় জামিন। প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয় চার হেভিওয়েটকে।
এরপর মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় সরব হন দেবলীনা। এক নেটজনতার স্ট্যাটাস শেয়ার করে তিনি লেখেন, বিষয়টার সঙ্গে তিনিও একমত। স্ট্যাটাসে প্রশ্ন করা হয়, চার পাঁচ লক্ষ টাকা নিয়ে হেভিওয়েট নেতা মন্ত্রীরা ছুঁচো মেরে হাত গন্ধ কেন করবেন? ঘুষ নেওয়ার হলে এই কটা টাকায় কী হবে?
যুক্তি হিসাবে বলা হয়েছে, এখন চার পাঁচ লক্ষ টাকায় কিছুই হয় না। একটা সাধারন গাড়িরই পাঁচ লক্ষ টাকার বেশি দাম। উপরন্তু আরো প্রশ্ন ছোঁড়া হয়েছে, নারদা কাণ্ডটা পুরোটাই সাজানো নয় তো? দেবলীনার এই স্ট্যাটাসের সঙ্গে অনেকেই সহমত হয়েছেন।