‘সবসময় নিজের বাবার পরিচয় দিই না’, তৃণমূল বিধায়ক-কন্যা হয়েও হেনস্থার শিকার দেবলীনা

বাংলাহান্ট ডেস্ক: শহরের বুকে হেনস্থার মুখে খোদ তৃণমূল বিধায়কের কন্যা দেবলীনা কুমার (Devlina Kumar)। সাংষ্কৃতিক জগতের মানুষ হলেও আদতে তিনি রাসবিহারীর তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের একমাত্র মেয়ে। রাজনৈতিক জগতের সঙ্গে ছোট থেকেই ওঠাবসা রয়েছে তাঁর। তাঁকেই কিনা হেনস্থা হতে হল নিজের শহরে!

ব্যাপারটা ঠিক কী ঘটেছে? দেবলীনা যে সাইকেল নিয়ে শহরে ঘুরতে ভালবাসেন তা সকলেই জানেন। ফিটনেসপ্রেমী অভিনেত্রীর শরীরচর্চার রুটিনে একটা বড় অংশ জুড়ে রয়েছে সাইক্লিং। প্রায় রোজই সকাল সকাল সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন দেবলীনা। ঘুরে বেড়ান শহরের রাস্তায়। রবিবার ছুটির দিনেও এ নিয়মের অন্যথা হয় না।

358437 devlinavote
এদিন দেবলীনা একাই ছিলেন। সাইকেল চালিয়ে ফেরার পথে সকাল সাড়ে আটটা নাগাদ তিনি গিয়েছিলেন বালিগঞ্জ এলাকার একটি ক্যাফেতে। কিন্তু সাইকেল নিয়ে তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেছেন দেবলীনা। গোটা ঘটনাটা ফেসবুকে জানিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

দেবলীনা অভিযোগ করেন, সাইকেল নিয়ে তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয় ক্যাফেতে। তাঁকে আটকে দেন নিরাপত্তারক্ষী। ভেতরে পার্কিং স্পেসে যথেষ্ট জায়গা থাকা সত্ত্বেও তাঁকে সাইকেল রাখতে দেওয়া হয়নি। এমনকি দেবলীনা দাবি করেন, তাঁকে দেখে নাকি নিরাপত্তারক্ষী ব্যঙ্গও করেছিলেন।

ক্ষুব্ধ দেবলীনা লিখেছেন, পরিবেশ রক্ষা, স্বাস্থ্য এবং যানজটের কথা মাথায় রেখে সাইক্লিংকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সেখানে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন দেবলীনা। পাশাপাশি তিনি এও বলেন, তিনি সবসময় নিজের বাবার পরিচয় দেন না।

যদিও সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা জানানোর পর সুর নরম করেছে ক্যাফে কর্তৃপক্ষ। দেবলীনা জানান, তাঁর সঙ্গে যোগাযোগ করে ক্ষমা প্রার্থনা করা হয় কর্তৃপক্ষের তরফে। সেই সঙ্গে অভিনেত্রীকে আশ্বাসও দেওয়া হয়েছে, পার্কিং স্পেসে সাইকেলের জন্য আলাদা ব্যবস্থা করে দেওয়া হবে।

Niranjana Nag

সম্পর্কিত খবর