বাংলাহান্ট ডেস্ক: মাত্র কয়েক বছরেই টলিউডে নিজের জায়গা কায়েম করে ফেলেছেন দেবলীনা কুমার (devlina kumar)। মডেলিং তিনি আগেই করতেন। তারপর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ‘প্রাক্তন’ ছবিতে অভিনয়ের দৌলতে বেশ পরিচিত মুখ হয়ে ওঠেন টলিউডে।
নাচে দেবলীনার পারদর্শীতা নিয়ে নতুন করে কিছু বলার থাকে না। তিনি একজন পেশাদার নৃত্যশিল্পী। ‘রঙ্গবতী’ গানে দেবলীনার দুর্দান্ত নাচ জনপ্রিয়তার তুঙ্গে তুলে দিয়েছিল তাঁকে। সোশ্যাল মিডিয়াতেও মাঝে মাঝেই নাচের ভিডিও শেয়ার করতে থাকেন তিনি। তবে এই সব ভিডিওর জন্য ট্রোলও প্রায়ই হতে হয় তাঁকে।
সম্প্রতি আন্তর্জাতিক খুশি দিবস উপলক্ষে একটি নাচের ভিডিও শেয়ার করেন দেবলীনা। শঙ্কর মহাদেবন, জাভেদ আলি ও আলিশা চিনই এর গাওয়া ‘কাজরা রে’ গানের সঙ্গে কোমর দোলাতে দেখা যায় তাঁকে। সাদা প্রিন্টেড শাড়ি ও ব্যাকলেস ব্লাউজে ডান্স ফ্লোর মাতান দেবলীনা।
অভিনয় বাদে নাচই দেবলীনার ধ্যান জ্ঞান। তাই আন্তর্জাতিক খুশির দিনে নিজের প্রায় জিনিস, নাচ করেই খুশি বিতরণ করেন তিনি। কিন্তু ভিডিওটি শেয়ার করতেই ট্রোল হতে হয়েছে দেবলীনাকে। বিভিন্ন বিষয় নিয়ে নেটিজেনদের আক্রমণের শিকার হয়েছেন তিনি।
একজন লিখেছেন, দেবলীনা তো শিক্ষিকা। তাঁর উচিত নিজের পেশার সম্মানটা রাখা। আবার একজন লিখেছেন, ‘মুখটা কেমন শুকনো আমের আঁটির মতো’। আবার একজন প্রশ্ন করেছেন, দেবলীনা কি অনলাইনে ‘মুজরা’ করা শুরু করেছেন? এমনকি ‘শাঁকচুন্নি’ বলেও কটুক্তি উড়ে এসেছে দেবলীনার দিকে।
তবে সব মন্তব্য, কটাক্ষই খুব ঠাণ্ডা মাথায় গ্রহণ করেছেন অভিনেত্রী। কটাক্ষের পালটা জবাবও দিয়েছেন তিনি। তবে নাচের জন্য প্রশংসাও পেয়েছেন দেবলীনা। তাঁর উচিত জবাবের প্রশংসাও করেছেন নেটিজেনরা।
View this post on Instagram