শুরু বিয়ের কাউন্টডাউন, হাতে মেহেন্দি লাগিয়েই ওয়েট লিফট করলেন হবু কনে দেবলীনা! ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টলিউডে এখন বিয়ের মরশুম। আগামীকাল ৯ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন গৌরব চ‍্যাটার্জি (gourab chatterjee) ও দেবলীনা কুমার (devlina kumar)। শুরু হয়ে গিয়েছে বিয়ের কাউন্টডাউন। হাতে পায়ে মেহেন্দিও পরে এক্কেবারে তৈরি হবু কনে দেবলীনা। তবে বিয়ে তো কাল। তার আগে আজ সকালের রুটিন শরীরচর্চাটা করতে ভুললেন না তিনি।

হাতে মেহেন্দি পরেই ১০ কেজি ওজন তুলতে দেখা গেল দেবলীনাকে। দিব‍্যি অবলীলায় ভারী বারবেল তুলে নিলেন তিনি। হাসি মুখে নিজের হাতের মেহেন্দিও দেখালেন অভিনেত্রী। এই ভিডিও এখন তুমুল ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়। দেবলীনার শক্তির প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

অতি সম্প্রতি মেহেন্দি অনুষ্ঠানের কিছু ছবি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেন দেবলীনা। হাতে ও পায়ে মেহেন্দি পরতে দেখা যায় তাঁকে। এদিন হালকা ফুলের গয়নায় সেজেছিলেন দেবলীনা। সাদা লাল শাড়ি, মাথায় বিয়ের মুকুট পরে একগাল হাসি নিয়ে আত্মীয় বন্ধুদের সঙ্গে চুটিয়ে মজাও করতে দেখা যায় অভিনেত্রীকে।

https://www.instagram.com/p/CIh4pU2ALUd/?igshid=1ifa3gkj94tq5

https://www.instagram.com/p/CIhRCTHgvWM/?igshid=1n9s9tzexz12v

সম্প্রতি ‘গেন্দা ফুল’এর তালে আবারো কোমর দোলাতে দেখা গিয়েছে দেবলীনাকে।  তবে এবারে শাড়ি পরে নয়। বরং এবার তাঁর পরনে ছিল সাদা ক্রপ টপ ও বাদামি লেদার মিনি স্কার্ট। হট পাশ্চাত‍্য পোশাকেই দিব‍্যি গানের তালে ঠুমকা মারতে দেখা গিয়েছে দেবলীনাকে। নিজেই জানান, সবসময়ই তাঁর কাছে নাচের সময়।

প্রসঙ্গত, আগামী ৯ ডিসেম্বরেই চার হাত এক হতে চলেছে গৌরব ও দেবলীনার। তবে ঘটা করে নয়, করোনা আবহে দুই পরিবার ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের উপস্থিতিতেই বিয়ে সারবেন তাঁরা।

তবে বিয়ে এখন সারলেও রিসেপশনের তারিখ পিছিয়ে রেখেছেন আগামী বছরের মার্চ মাসে। তারকা জুটির রিসেপশনটা বেশ জমকালোই হবে বলে খবর পাওয়া যাচ্ছে। আগে শোনা গিয়েছিল, ২৫ ডিসেম্বরে বড় করে বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন দেবলীনা গৌরব। কিন্তু করোনার কারণে বদলাতে হয় সেই পরিকল্পনা।

X