গৌরব বাস্তবে ঋদ্ধির মতো হলে সম্পর্ক টিকত না, সাফ জানালেন দেবলীনা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: স্টার জলসার স্টার ‘গাঁটছড়া’ (Gantchhora)। এক সময়ের বাংলা সেরা সিরিয়াল ‘মিঠাই’কে হঠিয়ে টিআরপি তালিকার শীর্ষে উঠে বসেছে এই সিরিয়াল। খড়ি আর ঋদ্ধির জুটি সুপারহিট। প্রথমে অবশ‍্য তুমুল ট্রোল হতে হয়েছিল সিরিয়ালটিকে। কিন্তু এখন সব বাধা বিপত্তি কাটিয়ে সুখের মুখ দেখছে গাঁটছড়া।

খড়ি ঋদ্ধির ভালবাসা অবশ‍্য কবে দেখা যাবে তা নিশ্চিত নয়। কারণ ঝগড়া করে করেই কাটছে তাদের। উপরন্তু সম্প্রতি দ‍্যুতির মিথ‍্যে ধরা পড়ে যাওয়ায় ফের খড়ির ঘাড়েই দোষ পড়তে পারে। ঋদ্ধির এই বদমেজাজ দু চক্ষে সহ‍্য করতে পারেনা খড়িও।


স্বামী গৌরব চট্টোপাধ‍্যায়ের (Gourab Chatterjee) অনস্ক্রিন রূপ নিয়ে কী মত অফস্ক্রিন স্ত্রী দেবলীনা কুমারের (Devlina Kumar)? পর্দা আর বাস্তবের মধ‍্যে কতটা সাদৃশ‍্য রয়েছে? সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, দেখে বোঝা না গেলেও বাস্তবে কিন্তু ভালোই মাথা গরম গৌরবের‌। তবে অবশ‍্যই সেটা ঋদ্ধিমানের মতো নয়। দেবলীনার সাফ কথা, ঋদ্ধির মতো বদমেজাজি হলে সম্পর্কটাই টিকত না।

অবশ‍্য স্বামীর অভিনয় নিয়মিত দেখার সময় বা সুযোগ কোনোটাই হয়ে ওঠে না দেবলীনার। সোশ‍্যাল মিডিয়াতে প্রোমোতেই যা দেখা। বাড়িতে অভিনয় নিয়ে আলোচনাও হয় না দুজনের। আসলে নিজেদের আলাদা আলাদা শুটিংয়ের চাপে একসঙ্গে বাড়িতে সময় কাটানোই দায় হয়ে ওঠে তাঁদের। তবে হ‍্যাঁ, অভিনয় নিয়ে কথা না হলেও কোনো দৃশ‍্য ভাল লাগলে গৌরবের প্রশংসা করতে ভোলেন না দেবলীনা।

পাশাপাশি খড়ি ওরফে শোলাঙ্কি রায়েরও প্রশংসা করেছেন অভিনেত্রী। গৌরব শোলাঙ্কির জুটিটা তাঁর ‘বাবা বেবি ও’ এর সময় থেকেই ভাল লেগেছিল। আর গাঁটছড়ার চিত্রনাট‍্য তো আরো ভাল। প্রযোজকদের সেকথা বলেওছেন দেবলীনা। শোলাঙ্কির সঙ্গেও খুব ভাল বন্ধুত্ব হয়ে গিয়েছে বলে জানান তিনি।

X