খোদ কনেকে বিয়েতে ঢুকতে বাধা, পুলিসকে আঙুল উঁচিয়ে শাসিয়েছিলেন উত্তম কুমারের নাতবৌ দেবলীনা

বাংলাহান্ট ডেস্ক: নৃত‍্যশিল্পী, অভিনেত্রী বা বিধায়ক কন‍্যার পাশাপাশি দেবলীনা কুমারের (devlina kumar) এখন আরো একটি পরিচয় রয়েছে। তিনি উত্তম কুমারের নাতবৌ। ২০২০ র শেষের দিকে গৌরব চট্টোপাধ‍্যায়েরর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। গৌরব দেবলীনার বিয়ে সে বছরের সবথেকে জমকালো অনুষ্ঠানগুলির মধ‍্যে একটি ছিল। সম্প্রতি ‘দাদাগিরি’তে এসে নিজের বিয়েরই কিছু অজানা গল্প শোনান দেবলীনা।

অভিনেত্রী জানান, তাঁকেই নাকি প্রথমে ঢুকতে দেওয়া হচ্ছিল না বিয়ে বাড়িতে। সেকি! যে কিনা বিয়ের কনে, তাকেই ঢুকতে বাধা? শুনতে অবাক লাগলেও দেবলীনার সঙ্গেই নাকি ঘটেছিল এমন ঘটনা। বিয়ে বাড়ির বাইরে নিয়োজিত পুলিসরা তাঁকে ঢুকতেই দেননি প্রথমটা।

IMG 20220208 195824
কেন? দেবলীনা জানান, তাঁর বিয়েতে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি নিজে বিধায়ক দেবাশিস কুমারের মেয়ে। উপরন্তু উত্তম কুমারের বাড়ির সঙ্গে চিরকালই মুখ‍্যমন্ত্রীর সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। তাই তিনি যে আমন্ত্রিত থাকবেনই তা বলা বাহুল‍্য।

https://www.instagram.com/tv/CZroO2pI8m2/?utm_medium=copy_link

স্বয়ং মুখ‍্যমন্ত্রী আসবেন বলে কথা। অনেক আগে থেকেই পুলিসি প্রহরা মজুত বিয়ে বাড়িতে। এদিকে দেবলীনাও তো যেমন তেমন কনে নন। তিনি কনের সাজে সেজেগুজে নিজেই গাড়ি চালিয়ে পৌঁছেছিলেন বিয়েতে। এমনটা সচরাচর কী, দেখাই যায় না বলতে গেলে! পুলিসও ভাবতে পারেনি খোদ কনে গাড়ি চালিয়ে চলে আসবেন।

IMG 20220208 195855
তাই স্বাভাবিক ভাবেই আটকানো হয় দেবলীনার গাড়ি। দাদাগিরির মঞ্চে অভিনেত্রী জানান, তাঁর একটি ছবি রয়েছে যেখানে তাঁকে আঙুল তুলে পুলিসকে শাসন করতে দেখা যাচ্ছে। সেই ছবিটি নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে শেয়ারও করেছিলেন দেবলীনা। ভাইরাল হয়েছিল ‘দাবাং’ কনের ছবি।

Niranjana Nag

সম্পর্কিত খবর