সরকারের করোনা বিধি নিয়ে দেদারে হাসি ঠাট্টা নেটপাড়ায়, মুখ‍্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে কটাক্ষ ছুঁড়লেন দেবলীনা

বাংলাহান্ট ডেস্ক: রাজ‍্যের শাসক দলের হয়ে ফের সরব দেবলীনা কুমার (devlina kumar)। তিনি নিজে পেশায় অভিনেত্রী এবং নৃত‍্যশিল্পী হলেও রাসবিহারীর তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের আদুরে মেয়ে। প্রত‍্যক্ষ ভাবে রাজনীতিতে নাম না লেখালেও রাজনীতি তাঁর রক্তে। বাবার হয়ে প্রচারেও দেখা গিয়েছে দেবলীনাকে। স্বাভাবিক ভাবেই সবুজ শিবিরকে নিন্দামন্দ শুনেও সপাটে উত্তর দিয়েছেন উত্তম কুমারের নাতবৌ।

ব‍্যতিক্রম হল না এবারেও। বাংলায় যেভাবে করোনা বেড়ে চলেছে তার জন‍্য সরকারকেই দোষারোপ করছেন অধিকাংশ মানুষ। পরিসংখ‍্যান বলছে, মূলত বড়দিন থেকে বর্ষশেষের সেলিব্রেশনের মধ‍্যে প্রায় চার গুণ বেড়েছে করোনা আক্রান্তের সংখ‍্যা। তাই নতুন বছর পড়তেই ফিরেছে পুরনো বিধি নিষেধ। তা নিয়েও বিতর্ক।

IMG 20220104 003024
প্রথমে সন্ধ‍্যা সাতটায় শেষ লোকালের ঘোষনা নিয়ে কম ট্রোল, সমালোচনা হয়নি। এসবের বিরুদ্ধেই মুখ খুললেন দেবলীনা। সোশ‍্যাল মিডিয়ায় ট্রোলারদের একহাত নিয়ে তিনি লেখেন, ‘কিছু অদ্ভূত মানুষ আছেন ফেসবুকে, সব কিছুতেই তারা অখুশি! তাদের এমন ভাব যে তারা অতি বিজ্ঞ আর আমাদের সরকার অজ্ঞ!’

এরপরেই সটান তীর শানিয়েছেন দেবলীনা। তাঁর কটাক্ষ, ‘যদিও তারা ভোটের দিনে আবার কষ্ট করে রাস্তায় বেরোন না, হালকা ফুলকা চিল করেন আর কী! মুখ‍্যমন্ত্রী ম‍্যাডামও আপনাদের মতোই প্রথম বার কোভিডের মোকাবিলা করছেন। ভুল হচ্ছে, কিন্তু উনি লড়ে যাচ্ছেন! আসলে বিদেশে যাই করুক সবই বাহ বাহ! আর স্বদেশে যাই হোক সবই হা হা! ভাল থাকুন এই ইঙ্গ মায়ের বঙ্গ সন্তানরা!’

এর আগেও বিজেপির উদ্দেশে কটাক্ষ শানাতে দেখা গিয়েছিল দেবলীনাকে। এমনকি নারদা কাণ্ডে ফিরহাদ হাকিম, মদন মিত্রদের সিবিআই গ্রেফতারি নিয়েও সোশ‍্যাল মিডিয়ায় মুখ খুলেছিলেন অভিনেত্রী। নারদা কাণ্ড পুরোটাই সাজানো কিনা তাও সন্দেহ প্রকাশ করেছিলেন।


Niranjana Nag

সম্পর্কিত খবর