‘দাদাশ্বশুর’ উত্তম কুমারের দেওয়া শাড়িতে ঝলমলিয়ে উঠলেন নাতবৌ দেবলীনা, মুহূর্তে ভাইরাল ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বাংলাহান্ট ডেস্ক: গত বছরের শেষের দিকেই ধুমধাম করে বিয়ে সেরেছিলেন গৌরব চ‍্যাটার্জি (gourab chatterjee) ও দেবলীনা কুমার (devlina kumar)। উত্তম কুমারের নাতির বিয়ে নিয়ে উৎসাহের অন্ত ছিল না নেটজনতার।

এবার দাদাশ্বশুর অর্থাৎ উত্তম কুমারের (uttam kumar) দেওয়া শাড়িতেই সাজলেন দেবলীনা। বেগুনি ও সোনালি রঙের একটি জমকালো শাড়িতে সেজে উঠতে দেখা যায় অভিনেত্রীকে। সঙ্গে সোনালি রঙের ব্লাউজ ও সোনার গয়না। অপরূপ মোহময়ী দেখাচ্ছিল মহানায়কের নাতবৌকে।


তবে ক‍্যাপশনে দেবলীনা বলে না দিলে টের পাওয়ার জো নেই এই শাড়ির বয়স কত। রঙে জৌলুসে এখনো অতুলনীয় এই শাড়ি। ছবির ক‍্যাপশনে দেবলীনা জানান এটি তাঁর দিদিশাশুড়ি অর্থাৎ গৌরীদেবীর শাড়ি। উত্তম কুমার মহানায়ক হলেও প্রত‍্যেক স্বামীর মতো তাঁকেও স্ত্রীকে শপিংয়ে নিয়ে যেতে হতো। গৌরীদেবীর আবদারেই এই শাড়িটি তাঁকে কিনে দিয়েছিলেন উত্তম কুমার।

https://www.instagram.com/p/CMERyaVADyI/?igshid=zhknufvkk7ez

গত মাসের শুরুতেই জগন্নাথ ধামে ঘুরতে গিয়েছিলেন নবদম্পতি। শুটিংয়ের ব‍্যস্ততার ফাঁকে একটু সময় পেতেই পুরী ভ্রমণে চলে যান দেবলীনা ও গৌরব। হোটেলের সামনে হাসিমুখে ক‍্যামেরাবন্দি হন দুজন। সঙ্গে আরেকজন মহিলা। তাঁর পরিচয় না দিলেও সম্ভবত তিনি গৌরবের মা অর্থাৎ দেবলীনার শাশুড়ি।

https://www.instagram.com/p/CMGvK-5Ayd7/?igshid=gedsg8wq2rji

নিজের ইনস্টা স্টোরিতেও তিনজনের একটি ছবি পোস্ট করেন গৌরব। কালো জিন্স ও লাল টিশার্ট পরে দেখা যায় দেবলীনাকে। গৌরবের পরনে সাদা টিশার্ট, জিন্স ও গলায় জড়ানো স্কার্ফ। ছবির ক‍্যাপশনে দেবলীনা লেখেন, ‘সদ‍্য বিয়ে করে যদি পুরী না এলাম তাহলে আর কেমন বাঙালী আমরা’।

অনুরাগীদের কমেন্টে ভরে যায় দেবলীনার পোস্টের কমেন্ট বক্স। কয়েকজন মজা করে কমেন্ট করেন, বাঙালির ‘দীপুদা’ অর্থাৎ দীঘা পুরী দার্জিলিংয়ের মধ‍্যে তাহলে দার্জিলিং ও পুরী ঘোরা হয়েই গেল দেবলীনা গৌরবের।

X