বিগ বসের টাস্ক জিততে মরিয়া, নিজের প‍্যান্টেই প্রস্রাব করলেন দেবলীনা!  ভিডিও ভাইরাল হতেই প্রশংসিত বাঙালি কন‍্যে

বাংলাহান্ট ডেস্ক: ফিনালের কাছাকাছি আসতেই কঠিনতর হয়ে চলেছে ‘বিগ বস ১৫’র (bigg boss) টাস্ক। ৪ ঠা জানুয়ারির টাস্কটি এখনো পর্যন্ত বিগ বসের সবথেকে কঠিন টাস্ক বলে মনে করছেন নেটিজেনরা। এদিন ‘টিকিট টু ফিনালে’ টাস্কে একে অপরের সম্মুখীন হন দুই ওয়াইল্ড কার্ড প্রতিযোগী দেবলীনা ভট্টাচার্য (devoleena bhattacharjee) ও রেশমি দেশাই। টাস্কটি এতটাই শক্ত ছিল যে নিজের পোশাকে প্রস্রাব পর্যন্ত করতে বাধ‍্য হন দেবলীনা!

বিগ বস দুই প্রতিযোগীকে নির্দেশ দেয় ১৫ ঘন্টা ধরে একটি খুঁটি ধরে একই জায়গায় একই ভাবে দাঁড়িয়ে থাকতে হবে। দুজনের হাত বেঁধে দেওয়া হবে খুঁটির সঙ্গে। বিষয়টা এমনিতেই কঠিন, ঘন্টার পর ঘন্টা একই ভাবে দাঁড়িয়ে থাকা চাট্টিখানি কথা নয়। তার উপর টাস্কটা আরো কঠিন করে তুলতে দেবলীনা, রেশমি দুজনের উপরেই পাউডার, মশলা, তেল, ডিটারজেন্টের মতো জিনিসপত্র ছুঁড়তে থাকেন অন‍্য প্রতিযোগীরা।

BeFunky collage 9
সমস্ত কিছু সয়ে শেষ পর্যন্ত কে টিকে থাকেন প্রতিযোগিতায় সেটা দেখাই ছিল টাস্কের লক্ষ‍্য। সারা রাত ধরে খুঁটির সঙ্গে হাত বাঁধা অবস্থায় দাঁড়িয়ে ছিলেন দেবলীনা ও রেশমি। অন‍্য প্রতিযোগীরা সে সময় তাঁদের উপরে ডিটারজেন্ট, তেল, মশলা, পাউডারের মতো জিনিস ছুঁড়তে থাকেন। কিন্তু হার মানেননি কেউই। টাস্ক জেতার জন‍্য সারা রাতে একবারও বাথরুমে পর্যন্ত যাননি দেবলীনা।

কিন্তু সকালে ধৈর্যের বাঁধ ভাঙে তাঁর। তবু হার না মেনে চরম সিদ্ধান্তটাই নেন পর্দার ‘গোপী বহু’। সহ প্রতিযোগী প্রতীক সেহজপালকে তাঁর উপর বালতি বালতি জল ঢালতে বলেন দেবলীনা। প্রতীক তা করতে নিজের প‍্যান্টেই প্রস্রাব করেন অভিনেত্রী। ১৫ ঘন্টা পেরিয়ে যাওয়া সত্ত্বেও দুজনের কেউই হার স্বীকার না করায় বিগ বস টাস্কটি আরো কঠিন করে দেয়।

https://twitter.com/devoleena_my/status/1478429876625362945?t=8Z-Rnace8umkGCltChw8IQ&s=19

খুঁটির থেকে হাত সরিয়ে দিতে বলা হয় দেবলীনা ও রেশমিকে। কোনো কিছুর সাহায‍্যে খুঁটিতে ভর দিতে পারবেন না তাঁরা। এমনকি জুতোও খুলে দাঁড়াতে বলা হয় দুজনকে। টাস্কের শেষের দিকে নিশান্ত ভাট, শমিতা শেট্টিরা দেবলীনাকেই নিশানা বানান। অভিনেত্রীর পা লক্ষ‍্য করে এত জোরে বালতি নিয়ে জল ছেটান নিশান্ত যে পা পিছলে পড়ে যান দেবলীনা।

টাস্ক হেরে গেলেও নেটনাগরিকদের মন জিতে নিয়েছেন তিনি। যে দৃঢ়তার সঙ্গে দেবলীনা খেলেছেন তা প্রশংসার যোগ‍্য বলে মন্তব‍্য করেছেন তাঁরা। অনেকে লিখেছেন, তাঁরা দেবলীনার ভক্ত নন কিন্তু এদিন নিজের যোগ‍্যতায় বাহবা কুড়িয়েছেন অভিনেত্রী। প্রশংসা পেয়েছেন রেশমিও।

Niranjana Nag

সম্পর্কিত খবর