মা হচ্ছেন দেবলীনা, ছবি ছেড়ে ট্রোলারদের উপযুক্ত জবাব অভিনেত্রীর

মা হতে চলেছেন দেবলীনা ভট্টাচার্য (Devoleena Bhattacharya)। হ্যাঁ, দম্পতি অবশেষে তাঁদের পঞ্চামৃত অনুষ্ঠানের ছবি পোস্ট শেয়ার করে দেবলীনার (Devoleena Bhattacharya) গর্ভাবস্থা নিশ্চিত করেছেন। এই পোস্টটি শেয়ার করে, অভিনেত্রী তাঁর আনন্দ প্রকাশ করেছেন কারণ তিনি মাতৃত্ব গ্রহণ করতে এবং তাঁর প্রথম সন্তানকে পৃথিবীতে আনতে চলেছেন। দেবলীনা ভট্টাচার্য তার দীর্ঘদিনের প্রেমিক শেহনওয়াজ শেখকে ২০২২ সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন। তাঁদের বিয়েতে উপস্থিত ছিল দুই পরিবার এবং কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু। বর্তমানে বাবা-মা হতে চলেছেন তাঁরা।

দেবোলিনা ভট্টাচার্য তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে স্বামী শেহনওয়াজ শেখ ও তাঁর পরিবার এবং তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের সাথে বেশ কয়েকটি ছবি শেয়ার করতে নিয়েছিলেন। যারা তাঁর পঞ্চামৃত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। গর্ভবতী মা আনন্দে উদ্ভাসিত হচ্ছেন কারণ তিনি অধীর আগ্রহে তাঁর ছোট্ট সন্তানের আগমনের জন্য অপেক্ষা করছেন। একটি সুন্দর সবুজ শাড়ি পরনে ছিল অভিনেত্রীর।

   

Devoleena Bhattacharya

 মা হতে চলেছেন দেবলীনা ভট্টাচার্য (Devoleena Bhattacharya)

এই পোস্টটি শেয়ার করে, দেবোলিনা লিখেছেন, ‘পবিত্র পঞ্চামৃত অনুষ্ঠানের সঙ্গে মাতৃত্বের যাত্রা উদযাপন করছি। এই অনুষ্ঠানে জীবনের এই সুন্দর অধ্যায়ে মা এবং তাঁর আগত সন্তানকে স্বাস্থ্য, সমৃদ্ধি এবং সুখের জন্য আশীর্বাদ করা হয়।’ এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গে ভক্ত, বন্ধু এবং অভিনেতারা দেবলীনাকে তাঁদের ভালবাসা এবং আশীর্বাদ জানিয়েছেন। বিগ বস ১৩, খ্যাত আরতি সিং মন্তব্য করেছেন, ‘আমি খুব খুশি’, কাজল পিসাল লিখেছেন, ‘অন্তরীন অভিনন্দন’, সুপ্রিয়া শুক্লা বলেছেন, ‘শরীরের যত্ন নাও… অভিনন্দন… ঈশ্বর আশীর্বাদ করুন’।

কয়দিন ধরেই জল্পনা চলছিল মা হতে চলেছেন দেবলীনা। তবে, সেই প্রসঙ্গে কোনও উত্তর দেননি অভিনেত্রী। তাই জল্পনা ধীরে ধীরে বদলায় উত্তেজনায়। বেশ কিছু মানুষ ট্রোলও করেছিল তাঁকে। তবে, ট্রোলারদের মুখ বন্ধ করতে পাল্টা জবাব দিলেন দেবলীনা। ছবিতে নিজের পেটের কাছে একটি বাচ্চাদের জামা রেখে চোভ পোস্ট করেন। আর বাচ্চাদের জামাটিতে লেখেন ‘এবার অনায় প্রশ্ন করা বন্ধ করতে পারেন।’

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর