বাংলা হান্ট ডেস্ক : ঝাড়খণ্ডের (Jharkhand) দেওঘরে (Deoghar) প্রতিমা বিসর্জন নিয়ে ধুন্ধুমার। গত শুক্রবার দেওঘরে সরস্বতী প্রতিমা বিসর্জনের সময় হিন্দু মিছিলের উপর কেউ পাথর ছোঁড়ে (Stone Pelting)। মুহুর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সূত্রের খবর, এই ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০ জন। গোটা এলাকায় বসানো হয়েছে পুলিশ পাহারা। অভিযুক্তদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে খবর।
দেওঘরের নির্যাতিত হিন্দু সম্প্রদায়ের দাবি, মন্দির বিসর্জনের সময় প্রশাসনের উপস্থিতিতেই তাদের উপর পাথর ছুঁড়ে মারা হয়েছিল। প্রথম ঘটনাটি ঘটে দেওঘর জেলার মধুপুর থানা এলাকায়। গত শুক্রবার হিন্দুরা ছোঙ্গাখার গ্রামে প্রতিমা বিসর্জনের মিছিল বের করে। মিছিলে উপস্থিত থাকা জয়দেব কুমার যাদব জানান, মিছিলে শিশু-নারীসহ প্রায় ২৫-৩০ জন ভক্ত হেঁটে যাচ্ছিল।
ডিজে, ভজন বাজানো হচ্ছিল সেই মিছিলে। মিছিলটি চোংখার স্কোয়ার মসজিদের সামনে পৌঁছালে আশেপাশে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের কিছু লোক এসে প্রতিবাদ জানায়। জয়দেব যাদবের অভিযোগ, তারা মসজিদের সামনে ডিজে বন্ধ করার হুমকি দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতেই প্রশাসনের তরফ থেকে মিছিল দ্রুত এগিয়ে যাওয়ার পরামর্শ দেয়।
আরও পড়ুন : বিজেপির শরণে চন্দ্রবাবু! অমিত শাহের সঙ্গে আসন সমঝোতা মমতার পুরনো বন্ধুর
হিন্দু ভক্তরা সেই পরামর্শ মত এগিয়ে যেতে থাকলে মসজিদের আশেপাশের বাড়িগুলি থেকে পাথর উড়ে আসতে থাকে। ঘটনায় কম করে হলেও ৮ জন আহত হয়েছেন বলে খবর। দুই পুলিশ কর্মীও আহত হয়েছেন মুসলিমদের এই অতর্কিত আক্রমণে। শেষ পর্যন্ত ডিজে বন্ধ করে বাকি যাত্রা শেষ করার নির্দেশ দেয় প্রশাসন। এবং এফআইআর দায়ের করা হয় হামলাকারীর বিরুদ্ধে।
আরও পড়ুন : ফের ভয়ানক বিস্ফোরণ বাজি কারখানায়! প্রাণ হারালেন ১০জন, আহত বহু
জয়দেব যাদবের কথা অনুযায়ী, এই হামলার পেছনে জড়িতদের মধ্যে কয়েকজন হলেন শাহাবুদ্দিন আনসারী, হাবিব, আজাদ প্রমুখ। তিনি আরও জানিয়েছেন, অভিযুক্ত শাহাবুদ্দিন ইটের ভাটার পাশাপাশি জুয়া খেলার মতো অবৈধ কার্যকলাপও করে। জয়দেবের মতে, হামলাকারীরা হঠাৎ এত পাথর কোথা থেকে পেল তা তিনি বুঝতে পারছেন না। স্থানীয় বজরং দলের আধিকারিক ধনঞ্জয়ও জয়দেবের অভিযোগকে মান্যতা দিয়ে আশা প্রকাশ করেছেন যে প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। যে মূর্তিগুলি এখনও বিসর্জনের জন্য বাকি আছে তার কী হবে তা নিয়ে জয়দেব যাদবও চিন্তিত।