আর জি করের ঘটনাটি (R G Kar Case) নিয়ে বর্তমানে উত্তাল পশ্চিমবঙ্গ তথা রাজ্য রাজনীতি। ধরা পড়েছে এই ঘটনার ধৃত সঞ্জয় রায়কে। তিনি নিজের দোষ স্বীকারও করেছেন। তবে, একাধিক সংবাদ মাধ্যম ও পুলিশের মতে এই ঘৃণ্য কাজটি তাঁর একার নয়। এর সঙ্গে জড়িত থাকতে পারেন আরও অনেকে। পুলিশের তরফ থেকে আগেই জানানো হয়েছিল ভোর চারটের দিকে ঘটে এই ঘটনাটি (R G Kar Case)।
পুলিশ জানিয়েছে একটানা নাইট ডিউটির ফলে ক্লান্ত হয়ে গিয়েছিলেন ৩১ এর মৌমিতা। ঘুমিয়ে পড়েছিলেন তিনি। আর তারপরেই ঘটে এই ঘটনা। এই ঘটনার বিরুদ্ধে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে বিক্ষোভ দেখাচ্ছে। আর জি কর মেডিকেল কলেজের সামনে বিক্ষোভে রাস্তায় নেমেছে হাজাও পড়ুয়া। আজ অর্থাৎ ১৪ তারিখে রাত দখল করার ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের একাধিক এলাকা। কেউ প্রতিবাদ জানাচ্ছেন নাচ দিয়ে, কেউ বা গান।
আর জি কর মেডিকেল কলেজের (R G Kar Case) সামনে বিক্ষোভে রাস্তায় নেমেছে হাজাও পড়ুয়া
এবার প্রতিবাদে সামিল হলেন দেবও। ১৪ তারিখ মুক্তি পাওয়ার কথা ছিল খাদানের টিজারের। একথা আগেই জানিয়েছিলেন তিনি। ঘুরতে গিয়ে সমুদ্রপারে বালিতে লিখে খাদনের টিজার রিলিজের তারিখ জানিয়েছিলেন অভিনেতা। ছবিতে কমেন্ট করেছিলেন রুক্মিণীও। রুক্মিণী লিখেছিলেন, ‘নতুন ধরনের প্রচার।’ তবে এই মুহূর্তে মুক্তি পাচ্ছে না খাদনের টিজার। সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানিয়েছেন দেব।
তিনি বলেন, ‘এই মুহূর্তে খাদানের টিজার রিলিজ করা হচ্ছে না। আমরাও আর জি করের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। সবাইকে বলবো এটা প্রতিবাদের সময়। আমরা দোষীদের শাস্তি চাই। আর নিহত ডাক্তারের বিচার চাই।’ দেব আরও বলেন, ‘নিহতের পরিবারের পাশে আছি। বিচারের লড়াইতে আমরা পাশে আছি।’ দেবের এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন খাদানের গোটা টিম।