কোনও মার্ডার হয়নি, বোমাও পড়েনি! ভোট শান্তিপূর্ণ! বললেন রাজ্য পুলিশের DGP মনোজ মালব্য

বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে শেষ হয়েছে পুরভোট। আর নির্বাচন শেষ হওয়ার পরেই ভবানী ভবন থেকে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের DGP মনোজ মালব্য। সেখান থেকে তিনি দাবি করেন যে, আজকের ভোট শান্তিপূর্ণ ভাবেই ঘটেছে। তিনি দাবি করেছেন যে, যেখান থেকে অশান্তির খবর এসেছে পুলিশ সেখানে গিয়েই ব্যবস্থা নিয়েছে। ভোট শতাংশতেও তেমন ফারাক পড়েনি।

মনোজ মালব্য এও জানান যে, ৫১টি অভিযোগের ভিত্তিতে ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। DGP বলে, গোটা ভোটে গুলি লেগে আহত হওয়ার কোনও মামলা নেই। একজনকেও গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি করতে হয়নি। কেউ মারা যায় নি। বোমাও পড়েনি। কিছু বিক্ষিপ্ত অশান্তি ঘটেছে, সেখানে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিয়েছে। অভিযুক্তদের আটক করেছে।

   

DGP বলেন, এর আগে বাইরে থেকে ফোর্স এনে যেমন ভোট পড়ত, এবারও তেমনই পড়েছে। মার্ডার, বোমা বিস্ফোরণ বা পোলিং বক্স নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা কিছুই ঘটেনি। তাই আমরা কনফিডেন্সের সঙ্গেই বলছি শান্তিপূর্ণ ভোট। বিজেপির ডাকা বন্ধ নিয়ে মনোজ মালব্য বলেন, সরকার জানিয়েছে রাজ্যের সবকিছুই খোলা থাকবে। তাই কেউ জোর করে বাধা দিতে এলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি মুখ্যমন্ত্রীর কথাও স্মরণ করিয়ে দেন। DGP বলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন মানুষ যেন সব জায়গায় ভোট দিতে পারে, তেমনই হয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর