বড় খবরঃ বিয়ের বন্ধনে আবদ্ধ হলে যুজবেন্দ্র চাহল, ধনশ্রীর সাথে ঘুরলেন সাতপাক, দেখুন ছবি

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ  ভারতের স্টার স্পিনার যুজবেন্দ্র চাহল (Yuzvendra Chahal) বিবাহের বন্ধনে আবদ্ধ হলেন। তিনি মঙ্গলবার ওনার বাগদত্তা ধনশ্রীর বর্মা (Dhanashree Verma) সাথে সাতপাকে ঘোরেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি বিয়ের ছবি শেয়ার করে সবাইকে এই খুশির খবর জানান। বলে রাখি, অনেকদিন আগেই দুজনের মধ্যে বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। যুজবেন্দ্র চাহলের স্ত্রী ধনশ্রী কোরিয়গ্রাফার হিসেবে কাজ করেন। তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে খুব অ্যাকটিভ থাকেন। আর এবার তারা দুজনে বিবাহের বন্ধনে আবদ্ধ হলেন।

https://www.instagram.com/p/CJGrpDLMoAo/?utm_source=ig_embed

https://www.instagram.com/p/CJGj-TIH-B9/

X