পরিযায়ী শ্রমিকদের জন্য মোদির পদক্ষেপের প্রশংসা করে টুইট ধনকরের

বাংলাহান্ট ডেস্কঃ ফের একবার নরেন্দ্র মোদির ( Narendra modi ) ভূমিকায় প্রশংসায় পঞ্চমুখ রাজ্যপাল জগদীপ ধনকর ( jagdeep dhankar)। টুইট বার্তায় তিনি লেখেন, “কৃষিজীবী, পরিযায়ী এবং হকারদের কষ্ট লাঘব করার জন্য প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন তা প্রশংসনীয়।” , পাশাপাশি এক দেশ এক রেশন কার্ড নিয়ে মমতা ব্যানার্জিকে (mamata Banerjee) খোঁচাও দিয়েছেন তিনি।

Dhankar 1 1024x576 1

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রের সিদ্ধান্তের প্রশংসা করার পর, শুক্রবার ফের একবার টুইটারে মোদি প্রশংসা শোনা গেল ধনকরের মুখে। শুক্রবার টুইটার হ্যান্ডেলে রাজ্যপাল লেখেন,  “কৃষিজীবী, পরিযায়ী এবং হকারদের কষ্ট লাঘব করার জন্য প্রধানমন্ত্রী যে পদক্ষেপ করেছেন তা প্রশংসনীয়। পিএম-কিষানের উপভোক্তা কৃষিজীবীগণ কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ২ লক্ষ কোটি টাকার রেয়াতি ঋনের সহায়তা পাবেন।”

https://twitter.com/jdhankhar1/status/1261127788888616966?s=19

তিনি আরো লেখেন, “মুখ্যমন্ত্রীকেকে অনুরোধ স্বতঃপ্রণোদিতভাবে পিএম-কিষান লাগু করুন যাতে রাজ্যের ৭০ লক্ষ কৃষিজীবী কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে তাঁদের প্রাপ্য রেয়াতি আর্থিক সহায়তার লাভ পেতে পারেন।” রাজ্যপালের এই ধরনের টুইটে রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব প্রকাশ্যে এনে দিল।

https://twitter.com/jdhankhar1/status/1261128502494900224?s=19

https://twitter.com/jdhankhar1/status/1261128589258264581?s=19

প্রসঙ্গত, নির্মলা সীতারমন গতকাল বলেন, “পিডিএসের ৮৩ শতাংশ জনসংখ্যার ২৩ টি রাজ্যে সাতষট্টি কোটি সুবিধাভোগী আগস্ট ২০২০ সালের মধ্যে জাতীয় বহনযোগ্যতার আওতায় আসবে”। এছাড়াও, সমস্ত রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বিনামূল্যে রেশন দেওয়া হবে। তিনি জানান, যেসব শ্রমিকদের কাছে রেশন কার্ড নেই তাঁরাও এই সুবিধা পাবে। তিনি জানান, পরিযায়ী শ্রমিকেরা ন্যাশানাল ফুড সিকিউরিটি আইন অনুযায়ী রেজিস্টার না থাকলেও এই সুবিধা গ্রহণ করতে পারবে।

https://twitter.com/jdhankhar1/status/1260763361731424261?s=19

https://twitter.com/jdhankhar1/status/1260761443340742656?s=19

উনি জানান, সমস্ত পরিযায়ী শ্রমিকদের মাথা পিছু ৫ কেজি চাল আর প্রতি পরিবার পিছু এক কেজি ছোলা দেওয়া হবে। কেন্দ্র সরকারের এই পদক্ষেপ সোজাসুজি ৮ কোটি পরিযায়ী শ্রমিক উপকৃত হবে। দুই মাসে কেন্দ্র সরকার দ্বারা মোট ৩ হাজার ৫০০ কোটি টাকা খরচ করা হবে

সম্পর্কিত খবর