সারা নন, নিজের প্রথম ছবির নায়িকা সোনমকেই সেরা বললেন ধনুষ! ‘অপমানিত’ সইফ-কন‍্যা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আগামীকালই মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার, সারা আলি খান (sara ali khan) ও ধনুষ (dhanush) অভিনীত ‘অতরঙ্গি রে’। ত্রিকোণ প্রেমের কাহিনি নিয়ে তৈরি এই রোম‍্যান্টিক কমেডি ছবি। ছবি মুক্তির আগে করন জোহরের চ‍্যাট শো ‘কফি শটস উইথ করন’এ অতিথি হয়ে এসেছিলেন ধনুষ ও সারা। সেখানেই করনের প্রশ্নবাণের মুখে পড়েন দক্ষিণী অভিনেতা।

র‍্যাপিড ফায়ার পর্বে পরিচালক প্রযোজক ধনুষকে প্রশ্ন করেন, বলিউডে তাঁর দুই সহ অভিনেত্রী অর্থাৎ সোনম কাপুর (dhanush) ও সারা আলি খানের মধ‍্যে কাকে বেছে নেবেন? এক মুহূর্ত না ভেবেই ধনুষ উত্তর দেন, সোনম। পাশে বসা সারা সঙ্গে সঙ্গে মজা করে বলেন, ‘বাহ, একেবারেই অপমানজনক নয়। আমার হ‍্যাম্পার হাতছাড়া হল।’


অবশ‍্য পরক্ষণেই ধনুষ জানান, সোনম বলিউডে তাঁর ডেবিউ ছবির নায়িকা ছিলেন। তাই তিনি তাঁর কাছে একটু বেশি স্পেশ‍্যাল। কিন্তু অতরঙ্গি রে ছবির সেটে সারা যে সহযোগিতা করেছেন, মজা করে কাজ করেছেন সেটাও তিনি অগ্রাহ‍্য করছেন না। কিন্তু তিনি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বলিউডে এসেছিলেন প্রথম হিন্দি ছবিতে অভিনয় করতে। সোনম একেবারে অস্বস্তিতে ফেলেননি তাঁকে। বরং সাদরে অভ‍্যর্থনা জানিয়েছিলেন।


সারাকে আরো অস্বস্তিতে ফেলে ধনুষ জানান, প্রথমে যখন তিনি শুনেছিলেন যে রিঙ্কুর (ছবির নায়িকা) চরিত্রটি সারা করছেন তখন তিনি রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিলেন। তিনি দ্বিধায় ছিলেন সারাকে নিয়ে। কারণ চরিত্রটি বেশ কঠিন। এমনকি পরিচালক আনন্দ এল রাইকে তিনি জিজ্ঞাসা পর্যন্ত করেছিলেন যে সারা এখনো পর্যন্ত কটি ছবিতে অভিনয় করেছেন। এবার বাস্তবে সারা চরিত্রটির প্রতি কতটা সুবিচার করতে পারলেন তা তো ছবিটি দেখলেই বোঝা যাবে।

প্রসঙ্গত, বড়দিনের আগেই মুক্তি পাচ্ছে অতরঙ্গি রে। তবে প্রেক্ষাগৃহে নয়। OTT প্ল‍্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে এই ছবি। অভিনয় দেখার আগেই ‘চকা চক গার্ল’ নামে খ‍্যাতি পেয়েছেন সারা আলি খান। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে অতরঙ্গি রে।

সম্পর্কিত খবর

X