বাংলাহান্ট ডেস্ক: দক্ষিণী ইন্ডাস্ট্রি (South Film Industry) মানেই লার্জার দ্যান লাইফ ছবি। ধামাকাদার অ্যাকশন, চোখ ধাঁধানো ভিএফএক্স এর কাজ। সঙ্গে বাজেটটাও চোখ ধাঁধানো, মাথা ঘোরানো। কিন্তু এবার দক্ষিণী ইন্ডাস্ট্রিকে দশ গোল দিয়ে টেক্কা মেরে বেরিয়ে গেল হলিউড (Hollywood)। ধনুষের (Dhanush) হলিউড ডেবিউ ছবি ‘দ্য গ্রে ম্যান’ (The Gray Man) এর বাজেট শুনলে চক্ষু চড়কগাছ হবেই।
‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’ খ্যাত পরিচালক জুটি রুসো ব্রাদাসের পরিচালনায় অভিনয় করেছেন ধনুষ। এই ছবির হাত ধরেই হলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন তিনি। তবে ছবির যে বিষয়টি নিয়ে চর্চা হচ্ছে সেটা হল বাজেট। ছবিটির জন্য নেটফ্লিক্স পরিচালক জুটিকে প্রায় ১৬০০ কোটি টাকা দিয়েছে।
গোটা বিশ্বের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় ঘুরে ঘুরে শুটিং হয়েছে দ্য গ্রে ম্যান এর। এক সাক্ষাৎকারে পরিচালকরা জানান, ছবিতে একটি বিশেষ অ্যাকশন দৃশ্য ছিল। সেই দৃশ্যের শুটিং করতে গিয়ে ৪০ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৩১৯ কোটি টাকা খরচ হয়েছে। আসলে অ্যাকশন দৃশ্যটি সিনেমার মধ্যে আরো একটা সিনেমার মতো করে শুট করা হয়েছে। তাতেই এত খরচ। নেটফ্লিক্সের এখনো পর্যন্ত সবথেকে দামি ছবি দ্য গ্রে ম্যান।
গ্রে ম্যান ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অস্কার জয়ী হলিউড অভিনেতা রায়ান গসলি। রয়েছেন ‘ক্যাপ্টেন আমেরিকা’ ওরফে ক্রিস ইভানস, স্পেনীয় অভিনেত্রী অ্যানা ডে আর্মাসকেও। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’ খ্যাত রুশো ব্রাদার্স। গত ২২ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে গ্রে ম্যান।
প্রসঙ্গত, ‘কোলাভেরি ডি’ গানটি ভাইরাল হওয়ার পর থেকেই দক্ষিণ ভারত ছাড়িয়ে গোটা দেশে ছড়িয়ে পড়ে ধনুষের পরিচিতি। ২০১৩ তে সোশ্যাল মিডিয়ার তেমন রমরমা না থাকলেও তুমুল জনপ্রিয় হয়েছিল গানটি। দুটি ছবির জন্য জাতীয় পুরস্কারও পেয়েছেন ধনুষ।