বাংলাহান্ট ডেস্ক: জনপ্রিয় দক্ষিণী অভিনেতা তথা গায়ক ধনুষের মিউজিক ভিডিও জায়গা করে নিল সারা বিশ্বের ‘মোস্ট ভিউজ ভিডিওস’ এর প্রথম দশের মধ্যে। শুক্রবার ইউটিউব সারা পৃথিবীতে সব থেকে বেশি দেখা ভিডিও গুলির একটি তালিকা প্রকাশ করে। সেখানেই সপ্তম স্থানে রয়েছে ধনুষ ও সাই পল্লবী অভিনীত ‘রাউডি বেবি’ ভিডিও। অপরদিকে ইউটিউব প্রকাশিত ভারতের সবথেকে ট্রেন্ডিং মিউজিক ভিডিও গুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে ধনুষের এই ভিডিও।
ধনুষ ও সাই পল্লবী অভিনীত ‘মারি ২’ ছবির রাউডি বেবি গানটি ইতিমধ্যেই প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। গানটি গেয়েছেন ধনুশ ও ধী। নাচের কোরিওগ্রাফি করেছেন জুভান শংকর রাজা ও প্রভু দেবা। মিউজিক ভিডিওটির সুরের ছন্দ ও নাচ সবার মন কাড়তে বাধ্য। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল তামিল অ্যাকশন কমেডি ছবি মারি ২।
রাউডি বেবি ছাড়াও ইউটিউব প্রকাশিত ভারতের টপ ট্রেন্ডিং মিউজিক ভিডিও গুলির মধ্যে রয়েছে ইউটিউব সেন্সেশন ধ্বনী ভানুশালির গাওয়া ‘ওয়াস্তে’, টনি কক্কর এর গাওয়া ‘কোকাকোলা’ ও ‘ধীমে ধীমে’ এবং পাঞ্জাবি সুপারহিট গান ‘কোকা’ ও ‘লেহেঙ্গা’।
মিউজিক ভিডিও ছাড়াও ভারতের টপ ট্রেন্ডিং ভিডিও গুলিরও একটি তালিকা প্রকাশ করেছে ইউটিউব। তালিকার প্রথম স্থানে রয়েছে খান্দেশি ছবি ‘ছোটু কে গোলগাপ্পে’। এছাড়াও সেই তালিকায় রয়েছে ডিসকভারি চ্যানেলে অনুষ্ঠিত ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ অনুষ্ঠানের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিয়ার গ্রিলসের এপিসোডের ঝলক এবং ২০১৮ সালে অনুষ্ঠিত ভারত অস্ট্রেলিয়ার ওডিআই সিরিজের কিছু দৃশ্য।