বাংলাহান্ট ডেস্ক: দুর্ভোগ লেগেই রয়েছে বিনোদন ইন্ডাস্ট্রিতে। একের পর এক তারকার অসুস্থ হয়ে পড়ার খবর বাতাসে ভাসছে। এবার অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)। পিঠে প্রচণ্ড ব্যথা নিয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সোমবার ছাড়া পান অভিনেতা।
শুটিং করতে গিয়ে পিঠের পেশিতে টান ধরে ব্যথা পেয়েছিলেন ধর্মেন্দ্র। গত সপ্তাহে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সোমবার ছাড়া পেয়ে বাড়ি ফেরেন তিনি। হাসপাতাল থেকে ফেরার পর কিছু উপলব্ধি হয়েছে অভিনেতার। ভিডিও বার্তায় সেই উপলব্ধির কথা শেয়ার করেছেন তিনি।
ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘বন্ধুরা কোনো কিছুরই বাড়াবাড়ি ভাল নয়। আমি করেছিলাম আর ফলস্বরূপ পিঠের পেশিতে টান পড়ে ভয়ঙ্কর ব্যথা সহ্য করেছি। তাই দু চার দিনের জন্য আমাকে হাসপাতালে থাকতে হয়েছিল। সময়টা কঠিন ছিল। তবে আপনাদের শুভেচ্ছা বার্তায়, তাঁর আশীর্বাদে আমি বাড়ি ফিরে এসেছি। তাই চিন্তা করবেন না। এখন থেকে আমি সাবধানে থাকব। সবাইকে ভালবাসা।’
ক্যাপশনে ধর্মেন্দ্র লিখেছেন, ‘বন্ধুরা কোনো কিছুই বাড়াবাড়ি করবেন না। নিজের সীমাটা বুঝতে শিখুন। আমি করে শিক্ষা পেয়েছি।’ ভিডিওর কমেন্ট বক্সে অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন অনুরাগীরা। ধর্মেন্দ্র ও হেমা মালিনী কন্যা এশা দেওলও ভালবাসা পাঠিয়েছেন বাবার জন্য।
https://www.instagram.com/reel/CdBdXdarLpC/?igshid=YmMyMTA2M2Y=
প্রসঙ্গত, রবিবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, শুটিং করতে গিয়ে পিঠে প্রচণ্ড ব্যথা শুরু হয় ধর্মেন্দ্রর। চার দিন ধরে হাসপাতালে ছিলেন তিনি। তবে চিন্তার কোনো কারণ নেই বলেই জানানো হয়েছে হাসপাতালের তরফে। এই মুহূর্তে করন জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির শুটিং করছেন ধর্মেন্দ্র।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার