বাংলাহান্ট ডেস্ক: জি টিভির ‘সা রে গা মা পা’ (Saregamapa) শুরু হওয়ার পর থেকেই দর্শকদের মন জয় করে আসছেন বাংলার ছেলে স্নিগ্ধজিৎ ভৌমিক (Snigdhajit Bhowmik)। প্রথমে বাংলা সা রে গা মা পায় দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন তিনি। এবার বাংলার মুখ উজ্জ্বল করতে জাতীয় স্তরের প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন স্নিগ্ধজিৎ। ইতিমধ্যেই তাঁর সুরেলা কণ্ঠের ভক্ত হয়ে গিয়েছেন বিচারক থেকে শোয়ের অতিথি তারকারাও।
স্নিগ্ধজিতের অনুরাগীদের তালিকায় সম্প্রতি আরো একটি নাম যুক্ত হয়েছে। তিনি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)। সা রে গা মা পার মঞ্চে অতিথি হয়ে এসেছিলেন তিনি। ধর্মেন্দ্র অভিনীত ‘লোফার’ ছবির ‘আজ মৌসম বড়া বেইমান হ্যায়’ এবং ‘কাহানি কিসমত কি’ ছবির ‘রাফতা রাফতা দেখো আঁখ মেরি লড়ি হ্যায়’ গান দুটি গেয়ে শোনান স্নিগ্ধজিৎ।
তাঁর গান শুনে দৃশ্যতই মুগ্ধ ধর্মেন্দ্র। স্নিগ্ধজিতের কাছে তিনি অনুরোধ করেন, আজ মৌসম বড়া বেইমান হ্যায় গানের প্রথম লাইনটা আবারো গেয়ে শোনাতে। স্নিগ্ধজিৎ গাইতেই দ্বিতীয় লাইন থেকে নিজেই গাইতে শুরু করেন ধর্মেন্দ্র। বাহ বাহ করে ওঠেন বাকি বিচারকরা। বর্ষীয়ান অভিনেতা বলে ওঠেন, কামাল আর ধামাল দুটোই করে দিয়েছেন স্নিগ্ধজিৎ।
মঞ্চে উঠে এসেও স্নিগ্ধজিৎকে আশীর্বাদ করেছেন ধর্মেন্দ্র। সেই ছবির সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে গায়ক লিখেছেন, ‘সময় সময় স্বপ্ন মনে হয়, কিন্তু সত্যি। এক এবং অদ্বিতীয় ধর্মেন্দ্র দেওল স্যারের সঙ্গে। সর্বকালের সেরা অনুভূতি। পিঠে হাত রাখার পর অনুভূতিটা বলে বোঝাতে পারবোনা, আমার কাছে এটা অনেক কিছু। আসার জন্য অনেক ধন্যবাদ’।
https://www.instagram.com/reel/CaexhtrhL2X/?utm_medium=copy_link
প্রসঙ্গত, ২০১৯ এ বাংলা সা রে গা মা পার প্রতিযোগী হয়েছিলেন স্নিগ্ধজিৎ। সেবারে দ্বিতীয় স্থান দখল করেছিলেন তিনি। কিন্তু জাতীয় স্তরের প্রতিযোগিতায় বাছাই পর্ব থেকেই সবার নজর কেড়ে নিয়েছিলেন স্নিগ্ধজিৎ। সবার প্রার্থনা এবার বিজয়ীর পুরস্কারও বাংলার ঘরে নিয়ে আসুন তিনি।