বাংলা হান্ট ডেস্কঃ বাদল অধিবেশনের (Monsoon session) পূর্বে সংসদ এবং তার দ্বারা লাগু করা একাধিক নিয়মকে কেন্দ্র করে বিতর্ক ক্রমশ বিস্তৃত হয়ে চলেছে। সম্প্রতি, ‘অসংসদীয়’ শব্দ নিয়ে সরগরম হয়ে ওঠে গোটা দেশ আর এবার নতুন একটি ফরমান জারি করল রাজ্যসভার সচিবালয়; যেখানে সংসদ চত্বরে কোন ধরনের অনশন থেকে শুরু করে বিক্ষোভ কিংবা প্রতিবাদ করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে চলেছে বিরোধী দলগুলি।
এদিন রাজ্যসভার সচিব পি সি মুদি একটি বিজ্ঞপ্তি জারি করে বলেন, “এবার থেকে সংসদ চত্বরে প্রতিবাদ, ধর্না কিংবা অনশন করতে পারবে না কোন সাংসদ।” এমনকি ধর্মীয় আচার পালনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে খবর।
উল্লেখ্য, অতীতে কেন্দ্রের আইনের বিরোধিতা করা হোক কিংবা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দ্বারা রাজনৈতিক প্রতিহিংসার দাবি তুলে সংসদ চত্বরে প্রতিবাদ এবং বিক্ষোভে সামিল হতো বিরোধী দলগুলি। গান্ধী মূর্তির পাদদেশে ধর্মীয় আচার থেকে শুরু করে বিক্ষোভের মাধ্যমে মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়তো আর এবার বিরোধীদের সেই অধিকারই কেড়ে নেওয়ার পথে কেন্দ্র। এ দিনের বিজ্ঞপ্তি অনুযায়ী আর বিক্ষোভ কিংবা ধর্নায় বসতে পারবে না বিরোধী দলগুলি।
মুহূর্তের মধ্যেই এই ঘটনার প্রতিবাদে নেমেছে সকলে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, “বিশ্বগুরুর নতুন ফরমান সামনে এলো।” উল্লেখ্য, সম্প্রতি ‘অসংসদীয়’ শব্দ বিতর্ক মাঝে উত্তপ্ত হয়ে ওঠে দেশ। কেন্দ্রের তরফ থেকে বেশ কয়েকটি শব্দকে ‘অসংসদীয়’ বলে আখ্যা দেওয়া হয়। এক্ষেত্রে ‘লজ্জাজনক’, ‘বিশ্বাসঘাতকতা’, ‘অযোগ্য’, ‘ভণ্ডামি’ এবং ‘নাটক’-এর মতো শব্দগুলিকে উচ্চারণে নিষেধাজ্ঞা জারি করা হয় আর এবার বিক্ষোভ এবং প্রতিবাদে ফরমান জারি করার মধ্য দিয়ে কেন্দ্র বনাম বিরোধী দ্বন্দ্ব আরো বৃদ্ধি পেলে বলেই মত বিশেষজ্ঞদের।