কড়া সিদ্ধান্ত নিলো BCCI! ভারতীয় দলে আর জায়গা হবে না এই দুই তারকার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকালই শ্রীলঙ্কা সিরিজের জন্য ভারতীয় দল (Team India) ঘোষণা হয়েছে। ২০২৩-এর প্রথম সপ্তাহ থেকে আরম্ভ হবে এই সিরিজ। টি-টোয়েন্টি এবং ওডিআই, দুটি সিরিজে বিভক্ত শ্রীলঙ্কার (Sri Lanka Cricket) এই সফর। তার মধ্যে টি-টোয়েন্টি সিরিজটিতে ভারতের অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। মূলত তরুণ ক্রিকেটারদের নিয়ে তৈরি হয়েছে টি-টোয়েন্টি দলটি। কিন্তু ওডিআই সিরিজ থেকে সিনিয়র ক্রিকেটাররা দলে ফিরবেন এবং নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাই (Rohit Sharma) থাকবেন অধিনায়কত্বের দায়িত্বে।

কিন্তু এই সিরিজ দুটিতে সম্পূর্ণরূপে বাদ দেওয়া হয়েছে তারকা উইকেটরক্ষক রিশভ পন্থকে (Rishabh Pant)। বিশেষে এই অবশ্য তাকে হাঁটুর জোটের সমস্যার জন্য ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিপোর্ট করার হুকুম দিয়েছে, কিন্তু তাকে এই সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে এমন উল্লেখ কোথাও করা হয়নি তাদের রিপোর্টে।

চলতি বছরের শুরুর দিকে ভালোই ফর্মে ছিলেন রিশভ পন্থ। তিনটি ফরম্যাটেই দাপিয়ে ক্রিকেট খেলেছিলেন তিনি। কিন্তু বছর যত এগোতে থাকে ততই সীমিত ওভারের ক্রিকেটে ফর্ম হারাতে শুরু করেন ভারতীয় উইকেটরক্ষক। টি-টোয়েন্টি বিশ্বকাপে ও ভারতীয় দলে তিনি নিয়মিত ছিলেন না। তবে টেস্ট ফরম্যাটে নিজের দুর্দান্ত ফর্মের ধারা অব্যাহত রেখেছেন তিনি। তার ওপর সদ্য সমাপ্ত বাংলাদেশ সিরিজে ঈশান কিষানের দুর্দান্ত ব্যাটিং এবং ওডিআই ফরম্যাটে দ্বিশতরান রিশভ পন্থকে শেষপর্যন্ত ভারতীয় দল থেকে দূরে সরিয়ে নিয়ে যায়।

dhawan pant

অবশ্য পন্থ একাই এমন নন যিনি ভারতীয় দল থেকে বাদ পড়েছেন। গত একবছরের বেশিরভাগ সময় ধরে ভারতের ওডিআই দলের অধিনায়কত্বের দায়িত্ব পালন করা শিখর ধাওয়ান (Shikher Dhawan) ওডিআই স্কোয়াড থেকে বাদ পড়েছেন। দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপের বছরের শুরুতেই এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ। শেষ দুইটি সিরিজে ধাওয়ান খুব একটা ভালো ছন্দেও ছিলেন না। তাই হয়তো এমন সিদ্ধান্ত নিয়েতে বাধ্য হয়েছেন নির্বাচকরা।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টির জন্য ভারতের স্কোয়াড: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ঈশান কিষান (উইকেটরক্ষক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, হর্ষল প্যাটেল, উমরান মালিক,শিবম মাভি, মুকেশ কুমার।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআইয়ের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ইশান কিষান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, অর্শদীপ সিং।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর