বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে চলেছে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারত। রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দুই পক্ষ। এর আগে লখনউতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ভারতকে অল্পের জন্য হারের মুখ দেখতে হয়েছিল। আজকের ম্যাচে জিতে সিরিজে নিজেদের বাঁচিয়ে রাখতে চাইবেন ধাওয়ানরা।
প্রথম ম্যাচে ভারতের হারের মূল কারণ হলো টপ অর্ডারের ব্যর্থতা। ফর্মে থাকা শিখর ধাওয়ান এবং শুভমান গিল ব্যর্থ হয়েছিলেন বড় রান করতে। তারপর গত ম্যাচে এই ফরম্যাটে ডেবিউ করা রুতুরাজ গায়কোয়াড এবং ঈশান কিষান দীর্ঘক্ষণ ক্রিজে কাটিয়ে বড় রান করতে ব্যর্থ হন এবং একটি বড় লক্ষ্যের পেছনে তাড়া করার সময় প্রথমেই ভারতকে ব্যাকফুটে ঢেলে দেন।
এরপর ভারতের হয়ে মরিয়া চেষ্টা করেছিলেন শ্রেয়স আইয়ার এবং সঞ্জু স্যামসন। দ্রুত অর্ধশতরান করে শ্রেয়স একসময় আউট হয়ে গেলেও শেষ অবধি ক্রিজে থেকে ভারতকে জয়ের অত্যন্ত কাছাকাছি নিয়ে এসেছিলেন সঞ্জু। কিন্তু তার ৬৩ বলে ৮৬ রানের ইনিংস শেষপর্যন্ত যথেষ্ট ছিল না। ভারতকে আজকের ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে টপ অর্ডারকে নিজেদের ব্যর্থতা কাটিয়ে উঠতে হবে।
দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে আজ ডেভিড মিলার থাকবেন কিনা তার কোনও নিশ্চয়তা নেই। সদ্য নিজের কন্যা সন্তানকে হারিয়েছেন প্রোটিয়া তারকা। আর ভারতীয় দলে পরিবর্তনের জায়গা আপাতত একটাই দেখা যাচ্ছে। দক্ষিণ আফ্রিকা সফরে প্রথমবার ভারতীয় সিনিয়র স্কোয়াডে জায়গা পাওয়া রজত পতিদার আজ মাঠে নামতে পারেন রুতুরাজের জায়গায়। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তারকা ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে ভালই ছন্দে রয়েছেন।
সম্ভাব্য ভারতীয় একাদশ: শুভমান গিল, শিখর ধাওয়ান, ঈশান কিষান, রজত পতিদার, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, শার্দুল ঠাকুর, রবি বিশ্নই, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আবেশ খান