সাইবাবা ফকির হতে পারেন, সনাতনী ভগবান নন! বিস্ফোরক বাগেশ্বর ধামের ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর

বাংলা হান্ট ডেস্ক : সাম্প্রতিক কালে বাগেশ্বর ধামের (Bageshwar Dham) নাম একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছে। এই ধামের পীঠাধিশ্বর ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বিভিন্ন সময় নানা রকম ‘চমৎকার’ করে সকলকে অবাক করে দিয়েছেন। কখনও বা নানা বিতর্কিত মন্তব্য করেও দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। এরই মধ্যে প্রকাশ্যে এল ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর (Dhirendra Krishna Shastri) আর এক চাঞ্চল্যকর মন্তব্য।

এ কী বললেন ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী? জব্বলপুরের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন বাগেশ্বর ধামের পীঠাধিশ্বর। সেখানে শৈলেন্দ্র রাজপুত নামে এক ব্যক্তি কিছু প্রশ্ন করেন তাঁকে। শৈলেন্দ্র বলেন, ‘আমার দুটি প্রশ্ন আছে। প্রথমত, তুলসী এবং শিব লিঙ্গ কি একই স্থানে রাখা যায়?’ দ্বিতীয় যে প্রশ্নটি করেন সেটা হল, ‘আমি কিছুদিন আগে সিরিডি গিয়েছিলাম। সেখান থেকে সাঁই বাবার একটি মূর্তি এনেছি। ওই মূর্তি কি আমি ঠাকুর ঘরে রেখে পুজো করতে পারি?’

   

dhirendra 2

প্রথম প্রশ্নের উত্তরে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বলেন, ‘এক সঙ্গে তুলসী এবং শিব লিঙ্গ রাখলে অসুবিধা কিছু নেই। তবে সবচেয়ে ভালো হয় যদি আলাদা রাখা যায়। একই স্থানে থাকলে অসুবিধা নেই। কিন্তু সিংহাসন যেন আলাদা হয়। তাহলে তুলসী এবং মহাদেব, দুজনেরই আশীর্বাদ আপনি পাবেন।’

দ্বিতীয় প্রশ্নের উত্তরে ধীরেন্দ্র কৃষ্ণ বলেন, ‘হিন্দু ধর্ম অনুসারে ভগবান ছাড়া কেউ পুজনীয় নয়। শংকরাচার্য সনাতনি ধর্মের প্রধানমন্ত্রী। তিনি সাঁই বাবাকে ভগবানের আসন দেননি। তবে আপনার বিশ্বাস থাকলে আপনি পুজো করতেই পারেন তাতে কোনও অসুবিধা নেই। সম্প্রতি আদালতের যা রায় এসেছে তাতে সাঁই বাবাকে ভগবান বলা উচিত নয়।’

তিনি আরও বলেন, ‘সনাতন ধর্মে সন্তর অভাব নেই। সে তুলসীদাস হোক বা সুরদাস। এঁরা সবাই সন্ত। সনাতন ধর্মে অসংখ্য মহাপুরুষ থাকতে পারে, যুগ পুরুষ থাকতে পারে, কল্পপুরুষ থাকতে পারে, কিন্তু ভগবান একজনই।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর