বাংলা হান্ট ডেস্কঃ গত ম্যাচে হারের পর একদিকে যেমন ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল বিরাট বাহিনী, অন্যদিকে তেমনি গত বছরের স্মৃতি ভুলে জয়যাত্রা অব্যাহত রাখতে মরিয়া ছিল চেন্নাইও। দুবাইতে আজ এই গুরু-শিষ্যের লড়াইয়ে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। প্রথমে অবশ্য বাজি মেরেছিলেন শিষ্য বিরাটই। ব্যাঙ্গালোরের হয়ে আজ কার্যত দুরন্ত শুরু করে দেবদূত এবং কোহলি জুটি।
একদিকে যেমন রানের খরা কাটিয়ে মাত্র ৪১ বলে ৫৩ রানের ইনিংস উপহার দেন ক্যাপ্টেন কোহলি, তেমনি অন্যদিকে মাত্র ৫০ বলে ৭০ রানের মারমুখী ইনিংস খেলেন দেবদূত। কিন্তু ব্র্যাভোর বলে কোহলি ফিরতেই ফের একবার বড় ধ্বসের সম্মুখীন হয় আরসিবির মিডল অর্ডার। তার ওপর কার্যত একই ওভারে ডিভিলিয়ার্স এবং দেবদূতকে ফিরিয়ে ব্যাঙ্গালোরকে আরও বড় ধাক্কা দেন শার্দুল ঠাকুর৷ ম্যাক্সওয়েল সহ ফের একবার পুরোপুরি ব্যর্থ হয় আরসিবির মধ্যক্রম।
যার জেরে ১১১ রানের দুর্দান্ত ওপেনিং পার্টনারশিপ সত্বেও মাত্র ১৫৬ রানেই শেষ হয়ে যায় আরসিবির ইনিংস। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নেন ডি জে ব্র্যাভো। জবাবে ব্যাট করতে নেমে গতদিনের ফর্ম আজও বজায় রেখেছিলেন ঋতুরাজ। চাহালের শিকার হবার আগে অবধি ফের একবার ২৬ বলে ৩৬ রানের মারমুখী ইনিংস উপহার দেন তিনি। অন্যদিকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন ডুপ্লেসিসও। তবে মাত্র এক ওভারে ব্যবধানে ৩১ রানে তাকেও ফিরিয়ে দিয়ে একবার মরিয়া কামড় বসানোর চেষ্টা করেছিল আরসিবি।
Blink and you missed. It’s been a rapid 🔥 5️⃣0️⃣ run partnership. 🤩#PlayBold #WeAreChallengers #IPL2021 #RCBvCSK pic.twitter.com/7xnj5NKixH
— Royal Challengers Bengaluru (@RCBTweets) September 24, 2021
তবে ফের একবার চেন্নাইয়ের হয়ে ত্রাতা হয়ে দাঁড়ান সেই পুরনো আম্বাতি রাইডু। উইকেট পতন রুখে ৩২ রানের দুরন্ত ইনিংস খেলে কার্যত চেন্নাইয়ের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি। ভালো ফিনিশিং টাচ দেন রায়না এবং ধোনিও। শেষ পর্যন্ত ১১ বল বাকি থাকতেই ধোনির ১১ এবং রায়নার ১৭ রানে অপরাজিত ইনিংসের দৌলতে ৬ উইকেটে জিতে নেয় চেন্নাই সুপার কিংস।