ধোনির সাথে নাচছেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির স্ত্রী ! ১২ বছর পুরনো ভিডিও ভাইরাল

বাংলাহান্ট ডেস্ক: অতিসম্প্রতি প্রকাশ‍্যে এসেছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন মহেন্দ্র সিং ধোনির (mahendra singh dhoni) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের খবর। এরই মাঝে ভাইরাল (viral) হল ধোনির পুরনো একটি মিউজিক ভিডিও (music video) যেখানে তাঁকে দেখা গিয়েছে বিজেপি সাংসদ তথা অভিনেতা মনোজ তিওয়ারির স্ত্রীয়ের সঙ্গে।
প্রাক্তন ভোজপুরি সুপারস্টার তথা বর্তমান বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির স্ত্রীর নাম রানি। ভিডিওতে তাঁকে ক্লাবের স্টেজের উপর নাচতে ও গাইতে দেখা যায়। সেই সময় ক্লাবে এসে বসেন ধোনি। দর্শকদের মাঝে বসে গান ও নাচ উপভোগ করতে দেখা যায় তাঁকে। ভিডিওর শেষে স্টেজে উঠে রানির হাতও ধরেন ধোনি।

IMG 20200816 185807
আসলে এই ভিডিও বানানো হয় ২০০৮-২০০৯ সাল নাগাদ। সেই সময়ে ভোজপুরি ইন্ডাস্ট্রির সুপারস্টার ছিলেন মনোজ তিওয়ারির। এমন সময়ে স্ত্রী রানিও আবদার করেন অভিনয় করবেন বলে। স্ত্রীর মন রাখতে সে সময়ের জনপ্রিয় সঙ্গীত পরিচালক লাল সিনহাকে গান বানানোর অনুরোধ করেন মনোজ তিওয়ারি।

IMG 20200816 185746
সেই গানও নিজেই গেয়েছিলেন রানি। এরপর শুরু হয় মিউজিক ভিডিওর শুটিং। এদিকে মহেন্দ্র সিং ধোনি ছিলেন রানির দাদা অরুন পাণ্ডের ব‍্যবসার অংশীদার। সেই সূত্রে রানিকেও তিনি নিজের বোনের মতোই ভালবাসতেন। তাই শুটিংয়ে অংশগ্রহণ করেন ধোনিও।
সেই পুরনো ভিডিওই এখন আবারও ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। ভিডিওতে সেই আইকনিক লম্বা চুলের হেয়ার স্টাইলে দেখা গিয়েছে ধোনিকে। আট বছর আগে ইউটিউবে আপলোড করা হয় এই মিউজিক ভিডিও।

প্রসঙ্গত, ২০১০ এ ‘বিগ বস’ থেকে বেরোনোর পর থেকেই মধোজ তিওয়ারি ও তাঁর স্ত্রী রানির সম্পর্কে চিড় দেখা দেয়। দুজনে তখন থেকে আলাদাই থাকেন। গুঞ্জন শোনা যায় বিবাহ বিচ্ছেদও হয়ে গিয়েছে তাঁদের। কিন্তু এই বিষয়ে কেউই আনুষ্ঠানিক কোনও ঘোষনা করেননি।

Niranjana Nag

সম্পর্কিত খবর