বিধ্বংসী ধোনি! পরপর পাঁচটি গগনচুম্বী ছক্কা মেরে ধোনি বুঝিয়ে দিলেন তিনি ফুরিয়ে যান নি।

যখন চারিদিকে ধোনির অবসর প্রসঙ্গ নিয়ে জল্পনা তৈরি হয়েছে সেই সময়ে স্বমহিমায় মাঠে ফিরলেন মহেন্দ্র সিং ধোনি। সকলকে বুঝিয়ে দিলেন যে তিনি ফুরিয়ে যাননি। পরপর পাঁচটি বলে পাঁচটি ছক্কা মেরে সকলকে অবাক করে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সেই বিশ্বকাপের সেমিফাইনাল জাতীয় দলের জার্সি গায়ে শেষবার মাঠে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি। তারপর দীর্ঘদিন তিনি ক্রিকেট থেকে দূরে রয়েছেন, নামেন নি কোন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। কিন্তু তারপর হঠাৎ দির্ঘদিন পর মাঠে নেমে পরপর পাঁচটি বলে পাঁচটি গগনচুম্বী ছক্কা মারলেন তিনি। ধোনির এই বিধ্বংসী ব্যাটিং দেখে ধোনির অনুগামীরা বলে উঠলেন “থালা ইস ব্যাক।”

এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির ভবিষ্যৎ কি? এই প্রশ্ন ঘোরাফেরা করছে ভারতীয় ক্রিকেট মহলে। কিন্তু এই প্রশ্নের জবাব নেই কারো কাছে, এই প্রশ্নের উত্তর দিতে পারেন একমাত্র মহেন্দ্র সিং ধোনি নিজেই। কিন্তু নিজের অবসর প্রসঙ্গে এখনো পর্যন্ত একটা মাত্র বাক্য খরচ করতে রাজি নন তিনি। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ইতিমধ্যেই আইপিএল খেলার প্রস্তুতির জন্য চেন্নাই সুপার কিংস এর সাথে প্র্যাকটিস সেশনে যোগ দিয়েছেন তিনি। আর এই প্র্যাকটিস সেশনেই পরপর পাঁচটি বলে পাঁচটি ছক্কা মেরে সকলকে অবাক করে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

252270140951ec4b2e2fd2918a6e9c6493f58e2c1

কয়েকদিন আগে ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ রবি শাস্ত্রী জানিয়েছিলেন যে, এবারের আইপিএলে মহেন্দ্র সিং ধোনি কেমন পারফরম্যান্স করছেন তার উপর বিচার করে জাতীয় দলে ধোনির দরজা খুলবে। অর্থাৎ তিনি বলতে আইপিএলে ভালো পারফরম্যান্স করলে জাতীয় দলের দরজা খুলে যাবে ধোনির জন্য। আর তারপর থেকেই ধোনির অনুগামীরা আশায় বুক বাঁধতে শুরু করেছেন যে ধোনি ফের একবার জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামবেন।


Udayan Biswas

সম্পর্কিত খবর