বাংলা হান্ট ডেস্কঃ আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে আইপিএল। ইতিমধ্যেই আইপিএলের নিলাম সম্পন্ন হয়েছে। অপরদিকে আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে চেন্নাই সুপার কিংস। আর সেখানেই ফের একবার ব্যাট হাতে দেখা গেল প্রাক্তন ভারত অধিনায়ক তথা চেন্নাই সুপার কিংস এর বর্তমান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।
গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন মহেন্দ্র সিং ধোনি। তারপর চেন্নাই সুপার কিংস এর জার্সি গায়ে আইপিএলে খেলতে দেখা গিয়েছিল তাকে। কিন্তু একেবারে নিষ্প্রাণ দেখিয়েছিল ধোনিকে। কোন ম্যাচেই সেই ভাবে রান করতে পারেননি তিনি। আর তাই এবার অনেকদিন আগে থেকেই চেন্নাই সুপার কিংসের শিবিরে যোগ দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আর সেখানেই ঝলক দেখা গেল ধোনির ব্যাটে। একের পর এক বল ছক্কা হাঁকিয়ে দর্শকাসনে ফেলে দিলেন মাহি। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল চেন্নাই সুপার কিংস।
Mahi way all the way!!! 👀 on #Thala #WhistlePodu #Yellove 💛🦁 pic.twitter.com/gU1TRD2ZP9
— Chennai Super Kings (@ChennaiIPL) March 11, 2021
ধোনি ভক্তরা এখনও পর্যন্ত ধোনির একঝলক ব্যাটিং দেখার অপেক্ষায় থাকতে পারেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনি অবসর নেওয়ার পর ধোনির ব্যাটিং দেখার একমাত্র পথ হল আইপিএল। গত বছর সেই সুযোগ থেকে বঞ্চিত হতে হয়েছিল ধোনি ভক্তদের। কারণ গত বছর আইপিএল অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীতে। তবে এ বছর দেশের মাটিতেই হবে আইপিএল। তাই ইতিমধ্যেই ফের একবার নিজের ভক্তদের মন জয় করে নেওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিলেন ধোনি। আর সেই প্রস্তুতি ম্যাচে দেখা যাচ্ছে একের পর এক বলে ছক্কা হাকাচ্ছেন ধোনি। কোন কোন বল সোজা গিয়ে পড়ছে দর্শকাসনে। আর ধোনির এমন ব্যাটিং দেখে ইতিমধ্যেই উৎসাহিত ধোনি ভক্তরা। তারা সকলেই ফের একবার স্টেডিয়ামে বসে ধোনির খেলা দেখার অপেক্ষায় রয়েছেন।
Mahi way all the way!!! 👀 on #Thala #WhistlePodu #Yellove 💛🦁 pic.twitter.com/gU1TRD2ZP9
— Chennai Super Kings (@ChennaiIPL) March 11, 2021