এই মুহূর্তে জাতীয় দলে ধোনির কামব্যাক করা খুবই কঠিন, জাতীয় দলের জার্সি গায়ে ধোনির ক্রিকেট ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে কিন্তু আইপিএলে ধোনি বেশ কয়েক বছর খেলতে পারেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্সম মনে করেন জাতীয় দলের জার্সি গায়ে ধোনি না খেললেও আইপিএলে চেন্নাই সুপার কিংস এর জার্সি গায়ে ধোনি অনায়াসে খেলা চালিয়ে যেতে পারেন।
বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জাতীয় দলের জার্সি গায়ে শেষবার মাঠে নেমেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তারপর থেকে তিনি দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে রয়েছেন, এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে এবার তাহলে ধোনির ক্রিকেট ক্যারিয়ার শেষ। এই প্রসঙ্গেই ভিভিএস লাক্সন জানিয়েছেন বয়স এখন ধোনির কাছে শুধুমাত্র একটা সংখ্যা, ধোনি হয়তো শারীরিক দিক দিয়ে অতটা ফিট নন, কিন্তু যেকোনো দলের অধিনায়কত্ব করার মত ক্ষমতা রয়েছে ধোনির। এই প্রসঙ্গ টেনে লক্সন জানিয়েছেন আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে ধোনি এখনো পর্যন্ত একই রকম ভাবে সাবলীল।
এবার আইপিএল হলে আইপিএলেই ধোনির ক্রিকেট ভবিষ্যত নির্ধারিত হয়ে যেত। কিন্তু এই মুহূর্তে দেশের পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে তাতে আইপিএল হওয়ার সম্ভাবনা খুবই কম। সেই কারণেই ভিভিএস লক্ষ্মণ জানিয়েছেন এবার যদি আইপিএল নাও হয় তাহলেও আরও দুবছর অনায়াসে আইপিএল খেলে যেতে পারেন ধোনি।