টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেন। সাধারণত তিনি কথা বলার থেকে কাজ করতেই বেশি পছন্দ করেন। সেই গ্যারি কার্স্টেন এক সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রশংসা করে বললেন 2011 সালে বিশ্বকাপের আগে একটি ঘটনা। সেবার কোচ গ্যারি কার্স্টেন সহ ভারতীয় ক্রিকেট দলের বেশ কয়েক জন বিদেশী সাপোর্ট স্টাফদের ব্যাঙ্গালুরুর ফ্লাইট স্কুলে প্রবেশের অনুমতি ছিল না সেই কারনে তৎকালীন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি পুরো দলের সেই ট্রিপ বাতিল করে দিয়েছিলেন।
গ্যারি কার্স্টেন বলেন এর আগেও আমি অনেকবার বলেছি যে আমার দেখা একজন অসাধারণ ব্যক্তিত্বের মানুষ হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। ও একজন দক্ষ নেতা। ও যেকোনো বিষয়ে নেতৃত্ব দিতে পারে। ওর মধ্যে নেতৃত্ব দেওয়ার গুন অনেক বেশি।
এরই পাশাপাশি গ্যারি কার্স্টেন বলেন 2011 বিশ্বকাপের ঠিক আগের একটি ঘটনা যা আমি কোনদিনও ভুলব না। একদিন ব্যাঙ্গালোর ফ্লাইট স্কুলে যাওয়ার জন্য আমরা সকলে প্রস্তুতি নিচ্ছিলাম। তখন আমি ছাড়াও ভারতীয় দলে আরো বেশ কয়েকজন বিদেশি সাপোর্ট স্টাফ ছিলেন, তখন হঠাৎই খবর আছে নিরাপত্তাজনিত কারণে জন্য আমি, এরিক সিমনস এবং প্যাডি আপটন সেখানে যেতে পারবো না। সেটা শোনার পর ধোনি বলেন এনারা আমাদেরই লোক, এনারা যদি যেতে না পারেন তাহলে আমরা কেউই যাবো না এবং সেই ট্রিপটি ধোনি বাতিল করে দেয়।