IPL-এর আগে এই মন ছোঁয়া কাজ করলেন ধোনি! সোশ্যাল মিডিয়ায় কুর্নিশ জানালেন ভক্তরা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আর মাত্র ৫ দিনের মধ্যে মাঠে নামতে চলেছেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। চেন্নাই সুপার কিংসের (CSK) অধিনায়কের মাঠে ফেরার পথ চেয়েও রয়েছেন ভারতবর্ষের সব ক্রিকেটপ্রেমীরা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণে ৪১ বছর বয়সী তারকা ক্রিকেটার। কিন্তু এবার ক্রিকেট থেকে সরে ফ্র্যাঞ্চাইজির হয়ে অন্য কাজও করছেন ক্যাপ্টেন কুল।

চেন্নাই সুপার কিংসের দ্বারা টুইট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে ধোনি নতুন মরশুম আরম্ভ হওয়ার আগে স্টেডিয়ামে একটি আসন পরিষ্কার করছেন এবং এর জন্য ব্যবহার করছেন একটি বিশেষ যন্ত্র। ভিডিওটি চেন্নাই সুপার কিংস এর তরফ থেকে প্রকাশ করার পরেই সেটি ভাইরাল হয়ে গিয়েছে এবং সকলেই ধোনির উদার মনের প্রশংসা করছেন।

ভিডিওটি দেখুন যন্ত্রটিকে ধরার সার্টিফিকেট দেন। ভুলে পরিষ্কার করার পর তিনি বলেন, “যন্ত্রটা ঠিকই কাজ করছে এখন সিটগুলোতে আরও বেশি হলুদ মনে হচ্ছে।” হলুদ সিটগুলির পর তিনি কিছু নীল রঙের সিটও পরিষ্কার করেন এবং মন্তব্য করেন যে “গাঢ় রঙ হলে কাজটা আরও বেশি সহজ হয়ে যায়।”

এই মুহূর্তে ক্যাপ্টেন কুলের বয়স ৪১ বছর। এরপর তিনি আর আইপিএল খেলা চালিয়ে যাবেন এমনটা আশা করাটা বোকামি। ধোনি কোনও অফিসিয়াল ঘোষণা না করলেও অনেকেই ধরে নিয়েছেন যে আসন্ন আইপিএলটি হতে চলেছে তার কেরিয়ারের শেষ আইপিএল। নিজের শেষ আইপিএলটা স্মরণীয় করে রাখতে চাইবেন মাহি।

ইতিমধ্যেই অনলাইনে চেন্নাই সুপার কিংসের হোম ম্যাচের তো বটেই, অ্যাওয়ে ম্যাচের যে কটি টিকিট পাওয়া গিয়েছে সব নিঃশ্বাস হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে। তার শেষ অধ্যায়ের সাক্ষী থাকার জন্য মরিয়া ক্রিকেটপ্রেমীরা। ধোনির নিচেও চেন্নাইয়ের দর্শকদের সামনে ভালো পারফমেন্স করে আইপিএল কে বিদায় জানাতে জান বলে গত মরশুমে জানিয়েছিলেন।

Reetabrata Deb

সম্পর্কিত খবর