তাহলে শুনুন! ফাইনাল জিতে নিজের অবসর প্রসঙ্গে বড় তথ্য জানালেন ধোনি! চোখে জল আসবে শুনলে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ জাদেজা (Ravindra Jadeja) উইনিং চারটি মারার পর সকলে আনন্দে পাগল হয়ে গিয়েছে। মরিয়া হয়ে সকলেই মাঠে নেমে পড়েছে এবং জাদেজাকে ছুঁয়ে দেখার চেষ্টা করে চলছে। অথচ তিনি, পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni), পুরোপুরি নীরব হয়ে মাটির দিকে তাকিয়ে বসে আছেন। হয়তো নিজেও বিশ্বাস করতে পারছিলেন না যে এই অসম্ভব পরিস্থিতি থেকে তার দল ম্যাচটা জিতে গিয়েছে।

এরপরে সকলের মতো তিনিও জাদেজাকে দেখে এগিয়ে যান। অসম্ভব হয়ে যাওয়া পরিস্থিতি থেকে দলকে জেতানোর কারণে তিনি কোলে তুলে নেন সেই প্লেয়ারকেই যার সঙ্গে তার ঝামেলা চলছে বলে গোটা মরশুমে জল্পনা শোনা গিয়েছে। কিন্তু নিজের পঞ্চম আই পি এল ট্রফি জয়ের পরও অত্যন্ত শান্ত এবং ধীরস্থির রইলেন ক্যাপ্টেন কুল।

ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে যখন তাকে প্রশ্ন করা হয় যে তিনি কি বোলারদের পারফরম্যান্সের জন্য মেজাজ হারিয়েছিলেন, তখন তিনি বললেন “আমিও তো মানুষ, হ্যাঁ, অবশ্যই আমরা সবাই কখনো না কখনো বিরক্ত হই।”

angry dhoni

এরপর সেই রাতে নিজের নিজের শেষ ম্যাচ খেলতে নাম আম্বাতি রায়ডুকে নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, “ও কিছুটা আমার মতোই, বেশি ফোন ব্যবহার করে না। আমি জানতাম আজকের রাতটা ও বিশেষ করে তোলার জন্য কিছু করবে।” এরপর যখন ট্রফি টি তুলতে চান অধিনায়ক হিসেবে তখন নিজে একা না গিয়ে আম্বাতি রায়ডু এবং অসম্ভব পরিস্থিতি থেকে আনা রবীন্দ্র জাদেজাকে নিয়ে গিয়ে তাদের দিয়েই ট্রফি তোলান।

স্বাভাবিকভাবেই এরপর তাকে নিজের অবসর নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়। তখন ধোনি বলেন, “সব দিক বিবেচনা করে দেখলে এটাই অবসর ঘোষণার জন্য সেরা সময়৷ এখন আমার জন্য সহজ কাজ হল সবাইকে ধন্যবাদ জানিয়ে অবসর নেওয়া। কিন্তু কঠিন কাজটা হলে নয় মাস কঠোর পরিশ্রম করে আরও একটা আইপিএল খেলা। শরীরকে সেটার জন্য সাই দিতে হবে। তবে সিএসকে সমর্থকদের কাছ থেকে যেই ভালবাসা আমি পেয়েছি, সেটা আমি তখনই ফিরিয়ে দিতে পারব যদি আরও একটা মরশুম খেলতে পারি।”

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর