বাংলা হান্ট ডেস্কঃ প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (Ms Dhoni) সাধারণত শান্ত স্বভাবের মানুষ হিসেবেই জানে ভারতীয় ক্রিকেট ভক্তরা। ধোনিকে কখনও দেখা যায়নি মেজাজ হারাতে কিংবা কখনও দেখা যায়নি বেশি আবেগপ্রবণ হতে। তবে এই ধোনিকে আইপিএলে চোখে জল ফেলতে দেখা গিয়েছিল যা দেখে অবাক হয়েছিলেন ভারতীয় ক্রিকেট ভক্তরা।
বিশ্বকাপ জেতার পরও ধোনিকে দেখা যায়নি আবেগপ্রবণ হতে, বিশ্বকাপ জিতেও কার্যত নির্লিপ্ত ছিলেন ধোনি। আর সেই ধোনিই আইপিএলে একবার কেঁদে ফেলেছিল। কিন্তু কি এমন হয়েছিল যার জেরে ধোনির মতো ঠান্ডা মস্তিষ্কের মানুষকেও কাঁদতে হয়েছিল।
2016 সালে স্পট ফিক্সিং কাণ্ডের জন্য চেন্নাই সুপার কিংসকে দুই বছরের জন্য নির্বাসিত করেছিল বিসিসিআই। দু’বছর পর 2018 সালে আইপিএলে কামব্যাক করেছিল চেন্নাই সুপার কিংস। আর সেই বছর এক সাক্ষাৎকারে কথা বলতে বলতে ধোনির চোখ জ্বলজ্বল করে ওঠে। চেন্নাই সুপার কিংস এর সঙ্গে ধোনি এতটাই মানসিকভাবে জড়িয়ে পড়েছিলেন যে তিনি আর নিজেকে সামলাতে পারেন নি।
ধোনি জানিয়েছিলেন দু’বছরের জন্য চেন্নাই ব্যান হওয়ার পর আমি পুনের হয়ে খেলেছি। পুনের হয়ে টস করতে যাওয়ার সময় হঠাৎই আমার মনে পড়ে যায় আমার গায়ে হলুদ জার্সিটা নেই। যা আমাকে খুবই ব্যথা দিয়েছিল। আমি দীর্ঘদিন ধরে ভারতীয় জাতীয় দলের অধিনায়কত্ব করেছি, ঝাড়খণ্ডকে বেশকিছু ম্যাচে নেতৃত্ব দিয়েছে। চেন্নাই সুপার কিংসকে আট বছর নেতৃত্ব দিয়েছি তবে পুনের হয়ে খেলার সময় বারবার আমার চেন্নাই সুপার কিংস এর কথা মনে পড়ছিল। তবে আমি পেশাদার ক্রিকেটার, পুনের হয়ে খেলি কিংবা চেন্নাই কিংবা অন্য কোন ফ্রাঞ্চাইজি দল সবসময় নিজের 100% দেওয়ার চেষ্টা করি।