ধোনির খারাপ পারফরম্যান্সের জন্য জিভাকে ধর্ষণের হুমকি, গ্রেফতার দ্বাদশ শ্রেণীর ছাত্র

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ এবার আইপিএল একদমই ভালো যাচ্ছে না সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। একদিকে যেমন ব্যাট হাতে রান পাচ্ছেন না তেমনি অধিনায়ক হিসেবে দলকে ম্যাচ জেতাতে ব্যর্থ হচ্ছেন তিনি। আর ধোনির এই খারাপ পারফরম্যান্সের যাবতীয় রাগ রোষ এসে পড়ল ধোনির পাঁচ বছরের শিশু সন্তান জিভার উপর।

এবার আইপিএলে এখনো পর্যন্ত সাতটি ম্যাচ খেলে মাত্র দুটিতে জয় পেয়েছে ধোনির দল। হারতে হয়েছে পাঁচটি ম্যাচে। আর এই রাগ চরম আকার ধারন করে কেকেআরের কাছে সিএসকের দশ রানে হারের পর। সেই ম্যাচের পর একদল কুরুচি সম্পন্ন মানুষ ধোনির খারাপ পারফরম্যান্সের জন্য সরাসরি তার শিশু কন্যা জিভাকে ধর্ষণের হুমকি দেয়। স্যোসাল মিডিয়ায় ধোনি এবং সাক্ষির প্রোফাইলে দেওয়া হয় ধর্ষণের হুমকি।

ধোনির কন্যাকে ধর্ষণের হুমকি দেওয়ার পরই মামলা দায়ের করা হয় রাঁচি থানায়। সেই তদন্তে নেমে অবশেষে গ্রেফতার করা গেল অভিযুক্তকে। গুজরাটের কুচ জেলার মুংদ্রা তহসিল এলাকা থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রকে গ্রেফতার করেছে গুজরাট পুলিশ। তারপর সেই দোষীকে তুলে দেওয়া হবে রাঁচি পুলিশের হাতে।

X