IPL-এ রোহিত ও কোহলিকেও ছাড়িয়ে গিয়েছেন ধোনি! MCC-র তরফ থেকে পেলেন বড় সম্মান

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) রেকর্ড খুব একটা ভালো নয়। পরিসংখ্যান বলছে তিনি দেশের হয়ে ৯৮ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং ৩৭.৬ গড়ে ১২৬.১ স্ট্রাইক রেট সহ মাত্র ১৬১৭ রান করেছেন তিনি। টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাটে আন্তর্জাতিক পর্যায়ে তিনি ব্যাটার হিসাবে বিশাল বড় প্রভাব বিস্তার করতে পারেননি। ক্রিকেট দুনিয়ায় তাকে মূলত বোনে রাখবে একজন সর্বকালের অন্যতম সেরা ওডিআই ব্যাটার হিসেবে।

কিন্তু ধোনির এই টি-টোয়েন্টি পরিসংখ্যান আমূল বদলে যায় যখন তার আইপিএলের পরিসংখ্যানের দিকে নজর রাখা হয়। আইপিএলে ক্যাপ্টেন কুল ৫ই এপ্রিল অবধি ২৩৬ ম্যাচ খেলে ১৩৫.৫ স্ট্রাইক রেট সহ ৪০-এর কাছাকাছি গড়ে ৫০০৪ রান করেছেন। আইপিএলে এমন ব্যাটার আর একজনও নেই যিনি প্রায় পাঁচ বা ছয় নম্বরে নিয়মিত ব্যাট করতে নেমে এমন পরিসংখ্যান বজায় রাখতে পেরেছেন।

   

dhoni 2023

পরিসংখ্যান আরও একটি আশ্চর্যজনক তথ্য দিচ্ছে। হিসাব বলছে যে মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মার চেয়ে দ্রুত ৫০০০ রান সম্পূর্ণ করেছেন। ৫০০০ আইপিএল রান সম্পূর্ণ করতে বিরাট কোহলি ও রোহিত শর্মার সময় লেগেছে যথাক্রমে ৩৮২৭ ও ৩৮১৭ বল। কিন্তু মহেন্দ্র সিংহ ধোনি গত ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এই রেকর্ড ছুঁয়েছেন মাত্র ৩৬৯২ বলে।

আজ ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক আরও একটি গৌরব অর্জন করেছেন। তিনি ২০১১ সালে ভারতের মাটিতে আয়োজিত ওয়ান ডে বিশ্বকাপের সেরা খেলোয়াড়, যুবরাজ সিং বুধবার মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (MCC) সম্মানসূচক আজীবন সদস্যপদে অন্তর্ভুক্ত হওয়া পাঁচজন ভারতীয়ের মধ্যে নিজেদের জায়গা নিশ্চিত করেছেন। তারা ছাড়াও সুরেশ রায়না, ভারতীয় মহিলা ক্রিকেট দলের দুই কিংবদন্তি মিতালী রাজ এবং ঝুলন গোস্বামীও এই তালিকায় জায়গা পেয়েছেন।

এমসিসির সেক্রেটারী গাই ল্যাভেন্ডার বলেছেন, “আমরা নতুন আন্তর্জাতিক গ্রীষ্মের জন্য প্রস্তুত হওয়ার সাথে সাথে এমসিসির দ্বারা সম্মানিত আজীবন সদস্য হিসাবে কিছু নতুন নাম ঘোষণা করতে পেরে আমরা রোমাঞ্চিত। আজ যে নামগুলি ঘোষণা করা হয়েছে তারা আধুনিক সময়ের সেরা আন্তর্জাতিক খেলোয়াড়দের মধ্যে একজন, এবং আমরা তাদের এখন আমাদের ক্লাবের মূল্যবান সদস্য হিসাবে গণনা করতে পেরে সৌভাগ্যবান।”

 

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর