পাকিস্তানের ক্রিকেটারকে বিশেষ উপহার ধোনির, ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেন আপ্লুত পাক ক্রিকেটার

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: পাকিস্তানি খেলোয়াড়কে বিশেষ উপহার দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। পাকিস্তানের ফাস্ট বোলার হরিশ রউফকে নিজের স্বাক্ষর সহ চেন্নাই সুপার কিংস দলের একটি জার্সি উপহার দিয়েছেন তিনি। জার্সির পেছনে ধোনির নাম এবং সাত নম্বর লেখা আছে এবং জার্সির সামনে ধোনি নিজে স্বাক্ষর করেছেন। এই জার্সি পেয়ে হরিশ রউফ খুবই উচ্ছসিত এবং তিনি একটি আবেগঘন পোস্ট করে তাকে ধন্যবাদও জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় ধোনির সেই চেন্নাই সুপার কিংস জার্সির ছবি শেয়ার করে রউফ লিখেছেন- “কিংবদন্তি ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি আমাকে তার সুন্দর শার্ট উপহার দিয়ে সম্মানিত করেছেন। তিনি তার আচার-আচরণ ও উদারতা দিয়ে এখনও সকলের মন জয় করে চলেছেন।” ধোনির পাশাপাশি রউফ চেন্নাই সুপার কিংসের ম্যানেজার রাসেল রাধাকৃষ্ণনকেও ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, “আমাকে সমর্থন করার জন্য বিশেষ করে রাসেল রাধাকৃষ্ণনকে ধন্যবাদ।

রাসেলও রউফের এই পোস্টের জবাব দিয়েছেন। তিনি রউফের পোস্ট রিটুইট করে লিখেছেন, “আমাদের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি যাকে যা প্রতিশ্রুতি দেন, তা তিনি পূর্ন করেন। আপনিও তাকে পছন্দ করেন জানতে পেরে আনন্দিত।”

এই মুহূর্তে পাকিস্তান সুপার লিগের প্রস্তুতিতে ব্যস্ত হরিস রউফ। ২৭ শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। হরিস রউফ এই লিগের অন্যতম গুরুত্বপূর্ণ তারকা। শুধুমাত্র টি টোয়েন্টি লিগের মাধ্যমেই আন্তর্জাতিক পর্যায়ে নিজের ছাপ ফেলেছেন। এরপর পাকিস্তান দলে সুযোগ পান তিনি। রউফ ঝড়ো গতিতে বোলিং করতে সক্ষম এবং তার বোলিং অ্যাকশনও সাধারণ বোলারদের থেকে একটু আলাদা।

সম্পর্কিত খবর

X