বাংলা হান্ট ডেস্কঃ মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) বেশ কয়েক বছর ধরে তিনি নিজেকে ব্যাটিং অর্ডারের অনেক নিচে নামিয়ে এনেছেন। তবে এবার আইপিএলে (IPL) মহেন্দ্র সিং ধোনির (MSD) ব্যাটিং পজিশন দেখে অনেকেই অবাক। বিশেষ করে তার ভক্তরা, যারা এবার আইপিএলে ধোনি ঝড় দেখতে চেয়েছিলেন তারা তো একেবারেই নিরাশ কারণ এবার আইপিএলে সাত নম্বরে ব্যাটিং করতে আসছেন মহেন্দ্র সিং ধোনি। প্রথম ম্যাচ মুম্বাইয়ের বিরুদ্ধে নিজে না নেমে তার আগে জাদেজা, স্যাম কারনকে নামিয়েছিলেন ধোনি।
তবে সেই দিন নিজের আগে কারনকে পাঠিয়ে ধোনি নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন। কারণ চেন্নাইয়ের জয়ের পথ প্রশস্ত করেছিলেন সাম কারেন। তবে গতকাল রাজস্থানের বিরুদ্ধে যখন রানের পাহাড় এর সামনে দাঁড়িয়ে চেন্নাই সুপার কিংস, যখন দরকার একজন অভিজ্ঞ ব্যাটসম্যান। তখন কেন নিজের আগে কারনকে পাঠিয়ে তিনি 6 নম্বর ব্যাটিং করতে আসলেন? যার ফলে স্বরূপ জয়ের কাছে গিয়েও ম্যাচ হারতে হল চেন্নাইকে। এবার এই প্রশ্ন উঠছে?
এবার এই প্রসঙ্গে নিজের মতামত জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ধোনি জানালেন, আমি দীর্ঘদিন ক্রিকেট মাঠের বাইরে ছিলাম। 114 দিন কোয়ারেন্টাই পর্ব কাটিয়েছি। এই সময়টাতে আমার ব্যাট হাতে মাঠে নামা হয়নি। সেই কারণে আমি কারনকে সুযোগ দিয়ে দেখছি। এছাড়াও ধোনি জানিয়েছেন আরও বেশ কিছু প্ল্যান রয়েছে আমার মাথায়, টুর্নামেন্ট সবেমাত্র শুরু। তাই এখন সেই সমস্ত দিকগুলি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার মত সময় রয়েছে। সেই কারণে আমি বারবার পরীক্ষা নিরীক্ষা করে নিজেদের শক্তি এবং দুর্বলতা গুলি বুঝে নেওয়ায় চেষ্টা করছি।