কোন নিন্দুক অথবা কোন শত্রু নয় বরং প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির এক সতীর্থই বললেন যে, ভারতীয় দলের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়ে গিয়েছে মহেন্দ্র সিং ধোনির, আর হয়তো দেশের জার্সি গায়ে ধোনিকে কখনোই মাঠে নামতে দেখা যাবে না।
গত বছর বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের জার্সি গায়ে শেষবার মাঠে নেমেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তারপর থেকে এক প্রকার নিজের ইচ্ছাতেই ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রেখেছেন তিনি। কখনো ধোনিকে দেখা গিয়েছে সেনাবাহিনীর ডিউটি করতে তো আবার কখনও দেখা গেছে নিজের পরিবারের সঙ্গে ছুটি কাটাতে। দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকার জন্য অপেক্ষা বেড়েই চলেছে ধোনি ভক্তদের।
এমন অবস্থায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আসিস নেহেরা এক সাক্ষাৎকারে বলেলেন আমার মনে হয় ভারতীয় দলের জার্সি গায়ে ধোনির শেষ ম্যাচ খেলা হয়ে গিয়েছে। ধোনির আর নিজেকে প্রমাণ করার কিছু নেই। ও নিজেকে সবদিক দিয়ে প্রমাণ করেছে ফেলেছেন। এবার শুধু সরকারিভাবে ধোনির অবসর ঘোষণার অপেক্ষা।