বাংলাহান্ট ডেস্কঃ কয়েকদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ধোনির সঙ্গে সঙ্গে এবার অবসর নিলেন পাকিস্তানের সমর্থক বশির চাচাও। বশির চাচা ভারত- পাকিস্তান দৌরথ দেখতে যেতেন শুধুমাত্র ধোনির জন্যই। সেই ধোনিই যখন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন এই খবর শোনার পর তিনিও জানিয়ে দিলেন তিনি আর ভারত- পাকিস্তান ম্যাচ দেখতে যাবেন না।
বশির চাচা ওরফে মহম্মদ বশির পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেছেন, সেখানেই বড় হয়েছেন। তবে এই মুহূর্তে তিনি থাকেন আমেরিকার শিকাগোতে। সেখানেই একটি রেস্তোরাঁ চালান তিনি। তবে যেখানেই পাকিস্তানের ম্যাচ থাকুক না কেন তিনি ঠিক হাজির হতেন গ্যালারিতে। অপরদিকে তিনি প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির খুব বড় একজন ভক্ত তাই পাকিস্তানি ভক্ত হলেও ধোনির খেলা দেখবার জন্য তিনি বারবার ছুটে যেতেন ক্রিকেট মাঠে। এমনকি তাকে ধোনির জন্য গলা ফাটাতেও দেখা গিয়েছে বহুবার।
এইদিন বশির চাচা বলেন সবাইকে একদিন ছেড়ে যেতে হয়। কিন্তু ধোনির এই ভাবে ক্রিকেটকে বিদায় জানানো আমাকে খুব দুঃখ দিয়েছে। করোনা ভাইরাস দূর হলে রাঁচিতে গিয়ে আমি ধোনিকে সংবর্ধনা জানিয়ে আসবো। এছাড়াও তিনি বলেন ধোনিই যখন ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন তখন আমিও আর খেলা দেখার জন্য কোথাও যাবো না।