স্ত্রীর চোখেও ধোনি হিরো! ধোনির অবসর নিয়ে সাক্ষীর এই লেখায় আবেগপ্রবণ হয়ে পড়বেন যে কেউ

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ এটাই ধোনি, এটাই ধোনির স্টাইল। বারবার এই একই ভাবে ধোনি সবাইকে চমকে দিয়েছেন। আগে থেকে কাউকে কিছু না বলে হঠাৎ করে চমকে দেওয়া। এর আগেও এমন ভাবেই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেই সময় কেউ ঘুনাক্ষরেও টের পাননি যে ধোনি অবসর গ্রহণ করতে চলেছেন। আর এবারেও একই কাণ্ড হঠাৎ করেই সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

এতদিন পর্যন্ত ধোনি যা কিছু করেছেন সব সময় তিনি পাশে পেয়েছেন তার স্ত্রী সাক্ষী ধোনিকে। ধোনির খারাপ সময় ভালো সময় সবসময় তিনি পাশে দাঁড়িয়েছেন। আর আজ জীবনের এত বড় একটা সিদ্ধান্ত যখন নিয়ে ফেললেন তিনি সেই সময়ে সাক্ষী কিছু লিখবেন না? তা কি কখনো হয়। সাক্ষীর চোখে ধোনি এখনও হিরো, দেশের জার্সি গায়ে ধোনি যা করেছেন তার জন্য গর্বিত সাক্ষী। এদিন একটি উদ্ধৃতি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সাক্ষী। সেখানে লেখা “আপনি কি বলেছেন সেটা লোকে ভুলে যাবে, আপনি কি করেছেন সেটাও লোকে ভুলে যাবে। কিন্তু আপনি কাকে কেমন অনুভব করিয়েছেন সেটা আজীবন মনে থেকে যাবে।”

এছাড়াও ধোনির অবসর প্রসঙ্গে তাঁর স্ত্রী সাক্ষী লিখেছেন, ” ক্রিকেটে তুমি তোমার নিজের সেরাটা দিয়েছো। তুমি যা কিছু করেছো তার জন্য তোমার গর্ব করা উচিত। আমি নিশ্চিত তুমি তোমার জীবনে এত বড় সিদ্ধান্ত নেওয়ার সময় চোখের জল ফেলেছো। মানুষ হিসাবে তোমার প্রত্যেকটা কাজে তোমার পাশে দাঁড়িয়েছি এবং তোমার আগাম জীবনের জন্য শুভেচ্ছা।”

X